জুমবাংলা ডেস্ক:জরুরি প্রয়োজন ছাড়া খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নগরবাসীর সুবিধার্থে এ অনুরোধ জানায় ডিএমপি।
এ বিষয়ে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, “মূলত ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত-উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচলে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।”
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঢাকায় সোমবার সকাল থেকেই শুরু হয় বৃষ্টি। রাতে দমকা হাওয়াসহ বৃষ্টি আরও বাড়ে। এতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর ফলে উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত পুরো সড়কেই যন্ত্রণা পোহাতে হচ্ছে যাত্রীদের।
বিআরটি প্রকল্পের কারণে এ সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যাতে পানি জমে দুর্ভোগ বেড়েছে।
ফলে এই ভোগান্তি এড়াতে উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।