জুমবাংলা ডেস্ক: অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বুধবার (২৮ আগস্ট) উত্তরা সেক্টর ১১ এর এ গরীব-ই-নেওয়াজ এভিনিউতে এই অভিযান চালানো হয়।
অভিযানে আবসিক ভবনে বাণিজ্যিক ব্যবহারের জন্য দুইটি ভবন মালিককে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ভবনগুলোর কার পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত দোকান ও কক্ষ ভেঙে কার-পার্কিংয়ের জায়গা উদ্ধার করা হয়। এছাড়া নয়টি ভবনের নকশা বহির্ভূত অংশ, বেইজমেন্টে নির্মিত দোকানসমূহ, ভবনের সামনের অবৈধ র্যাম্প (গাড়ি ওঠা-নামার জন্য ঢালু সিড়ি) উচ্ছেদ করা হয়।
রাজউকের জোন ২ এর পরিচালক জনাব মোহাম্মদ নূরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জেসমিন আক্তার, অঞ্চল-২ এর অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
এছাড়া সহকারী অথরাইজড অফিসার জনাব তামান্না বিনতে রহমান, জনাব জান্নাতুন নাঈমাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ অভিযানে উপস্থিত ছিলেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel