বিনোদন ডেস্ক : বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিক চ্যানেল স্টার জলসা এবং জি বাংলায় প্রতি সপ্তাহের বৃহষ্পতিবার দিন চরম উত্তেজনা থাকে। ওইদিনই টিআরপি এর তালিকা বের হয়। কোন চ্যানেলের কোন ধারাবাহিক কত টিআরপি পেয়েছে তাই নিয়ে ফলাফল আসে। আর সেখান থেকেই বোঝা যায় কোন চ্যানেলের কোন ধারাবাহিক মানুষ কতটা পছন্দ করছে। যে ধারাবাহিকের টিআরপি যত বেশি সে ধারাবাহিক তত বেশি জনপ্রিয় দর্শক মহলে।
তবে ধারাবাহিকে টিআরপি কমার পিছনে অনেক কারণ থাকে। বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়ক নায়িকাকে নিয়ে বেশ উত্তেজনা চলছে। সোশ্যাল মিডিয়া জুড়ে দেখলে বিজাহ যায় যে, তাদের বেশ ভালো ফ্যান বেস তৈরি হয়েছে। তবে টিআরপি কিন্তু আশাপ্রদ নয়। আর তারমধ্যেই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন প্রোমো এসেছে, আর তাই নিয়ে বিরাট ট্রোল শুরু হয়েছে।
প্রসঙ্গত চলতি সপ্তাহের টিআরপি লিস্টে অনুরাগের ছোঁয়া পেয়েছে মোটে ৬.২। যার মুখ্য কারণ হিসেবে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়াতে চলা ট্রোল। আসলে বিগত এক সপ্তাহ ধরে একটাই গল্পকে যেভাবে ঘোরানো হচ্ছে সেটা দেখেই দর্শকরা সরে গিয়েছেন এই সিরিয়াল থেকে। আসলে নায়ক নায়িকা যতই জনপ্রিয় হোন না কেন, গল্প ভালো না হলে দর্শকরা সেটা ছুঁড়ে ফেলে দেয়।
বর্তমান দিনে মানুষ একটু ফাস্ট গল্প পছন্দ করেন। সেখানে যদি একটাই গল্প সারা সপ্তাহ ধরে চলতে থাকে তাহলে দর্শকরা বিরক্ত হয়ে যে সেই ধারাবাহিক দেখবেন না সেটাই স্বাভাবিক। আর সেই জন্য নতুন প্রোমোর কমেন্ট সেকশনে একজন লিখেছেন, “এক কাহিনি আজ এক সপ্তাহ ঘুরাচ্ছে। এইবার ভুল বুঝাবুঝি ঠিক করানো দরকার,,না হলে এই নাটকটাও বাজে হয়ে যাবে।আর দিপা যে কিছু বুঝতে পারছে না এইটা কেমন কথা সূর্যর উপস্থিতি বুঝতে পারছে আর ওর মনের কষ্ট বুঝতে পারছে না”।
আসলে এখন চ্যানেলে যে নতুন প্রোমো এসেছে তাই নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। সেখানে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে দীপা আর সূর্যকে। আর তাই নিয়েই যত সমস্যা হয়েছে মানুষের মধ্যে। বর্তমানে বাংলা ধারাবাহিকে টিআরপি কমে গেলে গল্পকে ঠিক করা জায়গায় সেখানে ঘনিষ্ঠ দৃশ্য ঢোকানো হচ্ছে। আর তাই নিয়ে ক্ষোভ দর্শকমহলে।
আসলে অনেকেই পরিবারের সাথে বসে দেখেন ধারাবাহিক। সেখানে এইধরনের দৃশ্য যে খুবই অস্বস্তিকর তা আর বলার অপেক্ষা রাখেনা। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির রাতে দীপার পিঠে হাত দিচ্ছে সূর্য, হাত ধরে টেনে নিজের কোলে বসাচ্ছে। এখন এই দৃশ্য পরিবারের সবাইকে নিয়ে দেখা যায়না। তাই গল্প আর স্ক্রিনপ্লে সবমিলিয়ে দারুণ খারাপ পারফরম্যান্স থাকায় মানুষ আর এই ধারাবাহিক দেখতে চাইছেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।