জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ নৌ বাহিনী জানিয়েছে, আজ সকালে ত্রাণ সামগ্রী নিয়ে দুইটি কন্টিনজেন্ট ঢাকা ও চট্টগ্রাম থেকে রওনা হয়েছে।
এই দুইটি জাহাজ ফেনীতে বন্যাদুর্গত এলাকায় উদ্ধারকার্যে অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়েছে, উদ্ধারকাজের জন্য ডুবুরি সামগ্রী, লাইফ-জ্যাকেট, স্পিড বোট ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহৃত হচ্ছে।
এছাড়া, ওই এলাকায় জরুরি চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি খাদ্য সামগ্রীও বিতরণ করা হচ্ছে।
এর আগে গতকাল ডুবুরি ও চিকিৎসকসহ একটি দল এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে ফেনীতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত একটি কন্টিনজেন্ট পাঠানো হয়েছিলো।
বন্যাদুর্গত এলাকায় যাচ্ছেন জামায়াতের আমির, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।