আন্তর্জাতিক ডেস্ক: চলমান ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে ভবিষ্যতে রাশিয়ার হামলার আশঙ্কা প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে জার্মানি৷ চ্যান্সেলর শলৎস এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কেনার সম্ভাবনার কথাও বলেছেন৷ খবর ডয়চে ভেলে’র।
ইউক্রেনের উপর রাশিয়ার হামলা জার্মানি তথা ইউরোপের নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্কে মৌলিক মনোভাব কতটা বদলে দিয়েছে, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস তা স্পষ্ট করে দিলেন৷ রাশিয়ার মতো পরমাণু অস্ত্রধর দেশের সাম্প্রতিক আচরণের কারণে প্রতিরক্ষা কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে জার্মানি৷ সামরিক খাতে আর্থিক বরাদ্দ নাটকীয় মাত্রায় বাড়ানোর পাশাপাশি অত্যাধুনিক সরঞ্জাম কিনছে সরকার৷ এর আওতায় ইসরায়েলের ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার আদলে গোটা দেশকে সুরক্ষার বলয়ে মুড়ে ফেলার উদ্যোগও রয়েছে৷
রোববার জার্মানির এআরডি নেটওয়ার্কের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে শলৎস এমন উদ্যোগের কথা স্বীকার করেন৷ তার মতে, এমন প্রস্তুতির পেছনে সঙ্গত কারণ রয়েছে৷ শলৎস বলেন, এক প্রতিবেশী দেশ নিজস্ব স্বার্থ কায়েম করতে বর্তমানে বলপ্রয়োগ করতে প্রস্তুত৷ তাই সবাই মিলে উদ্যোগ নিয়ে সেই আশঙ্কা দূর করতে হবে৷ তবে সার্বিক সামরিক সজ্জা সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য দেন নি৷
জার্মানির ‘বিল্ড’ সংবাদপত্রের সূত্র অনুযায়ী জার্মানি ইসরায়েলের কাছ থেকে ‘অ্যারো ৩’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রণালী কেনার পরিকল্পনা করছে৷ ২০০ কোটি ইউরো মূল্যের এই কাঠামো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ক্ষমতা রাখে৷ ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে, এমনকি স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত উড়ে গিয়ে এমন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে ‘অ্যারো ৩’৷ বর্তমানে জার্মানির ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ‘পেট্রিয়ট’ কাঠামোর সেই ক্ষমতা নেই৷ জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এখনো কোনো চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ্যে পেশ করে নি৷ তবে সংবাদ সংস্থা ডিপিএ-র সূত্র অনুযায়ী জার্মান সংসদের নিম্ন কক্ষের প্রতিরক্ষা কমিটির এক প্রতিনিধিদল রোববারই ইসরায়েল সফর শুরু করেছেন৷
রোববারের সাক্ষাৎকারে শলৎস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে তার সংলাপের উপর আরও আলোকপাত করেন৷ শলৎস বলেন, তিনি পুটিনকে সরাসরি রাসায়নিক বা জৈব অস্ত্র প্রয়োগ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷ ইউক্রেনের হাতে এমন অস্ত্র রয়েছে বলে মিথ্যা দাবি করে রাশিয়াও নিজস্ব অস্ত্র প্রয়োগ করলে তার পরিণাম ভয়াবহ হবে বলে জার্মান চ্যান্সেলর মন্তব্য করেন৷ তবে তিনি আবার বলেন, ন্যাটো সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়বে না৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জৈব-রাসায়নিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে প্রবল প্রতিক্রিয়ার যে হুমকি দিয়েছেন, শলৎসও তার পুনরাবৃত্তি করেন৷ ইউক্রেনকে সামরিক সহায়তার ক্ষেত্রে ঢিলেমির অভিযোগ উড়িয়ে দিয়ে শলৎস বলেন, সার্বিক সমন্বয়য়ের মাধ্যমে সে দেশকে প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করা হচ্ছে৷ নিরাপত্তার খাতিরে গন্তব্যে অস্ত্র পৌঁছানো পর্যন্ত সে বিষয়ে প্রকাশ্যে কিছু জানানো হচ্ছে না বলে দাবি করেন জার্মান চ্যান্সেলর৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।