Advertisement
জুমবাংলা ডেস্ক: অপারেশন পরবর্তী জটিলতা ও নিয়মিত চেকআপের জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. ফজলে রাব্বী মিয়া ভারতে গেছেন।
ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব তৌফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ঢাকা থেকে আকাশপথে যশোর পৌঁছে বেনাপোল দিয়ে ভারতে গেছেন ডেপুটি স্পিকার।
ডেপুটি স্পিকারের ব্যক্তিগত কর্মকর্তা মো. ফজলুল হক জানান, গত জুন মাসে রাজধানীর একটি হাসপাতালে ফজলে রাব্বী মিয়ার পেটে টিউমার অস্ত্রোপচার হয়। এরপর থেকে তার শরীরে নানা জটিলতা দেখা দেয়। ডাক্তারের পরামর্শে তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতে গেছেন।
তিনি মুম্বাইয়ের একটি হাসপাতাল ভর্তি হবেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



