‘উন্নত দেশে থেকেও টিউলিপের মানসিকতার উন্নয়ন হয়নি’

জুমবাংলা ডেস্ক : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন, দুর্নীতির দায় স্বীকার করে বৃটিশ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের মতো দেশে থেকেও তিনি দুর্নীতি করেছেন। উন্নত দেশে থেকেও তাদের মানসিকতার উন্নয়ন ঘটেনি। কথায় আছেনা চোর না শুনে ধর্মের কাহিনী। তারা ভালো কিছু শুনবে না। দুর্নীতি তাদের রক্তে মিশে আছে। বাংলাদেশে এখন শেখ হাসিনা ও তার স্বজনদের দুর্নীতির অনুসন্ধান চলছে। অনেক তথ্য এখন বেরিয়ে আসছে।

বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের দক্ষিণ পশ্চিম ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপি ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মুকিব।

তিনি বলেন, শেখ হাসিনার দুটি নেশা। খুন করা আর দুর্নীতি করা। এ নেশায় দেশকে শেষ করে দিয়েছেন। নিঃস্ব অবস্থা থেকে আমাদের আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। বিএনপি দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়ি থেকে ঘুরিয়ে দাঁড় করায়। আর আওয়ামী লীগ লুটপাট করে সব খায়। বিএনপি দেশকে যতটুকু এগিয়ে নেয় আওয়ামীলীগ এসেই আবার কয়েকগুণ পিছিয়ে দেয়।

অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা-উপজেলায় গ্রুপ তৈরি করা হবে: সার্জিস আলম

উপজেলা যুবদল আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, বিএনপি নেতা মহিবুর রহমান বাবলু, মো. খালেদ মিয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে ১০০ দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।