Advertisement
গণভোট অধ্যাদেশ ২০২৫–এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য আজ অনুষ্ঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা গণভোট আইন অনুমোদন করেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি আরও জানান, বিচার বিভাগের স্বাধীনতা জোরদার করতে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই সচিবালয়ের অধীনে নিম্ন আদালতের বিচারকদের সব প্রশাসনিক ও সাংগঠনিক দায়িত্ব থাকবে। ফলে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আর থাকবে না। সচিবালয় গঠনের পর এটি কার্যকর হবে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



