বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘তাকদীর’ নামক ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে বিশেষ ভাবে জায়গা করে নিয়েছেন। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতার কারণে বেশ প্রশংসিত হয়েছেন। পাশাপাশি তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়েছিলে সাদিয়া আয়মান। সেখানে কখনো নেতৃত্বে আসার ইচ্ছে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাজনীতি আমি বুঝি না। আন্দোলনের সময় আমি অনেক স্টাডি করেছি। যাই ঘটেছে সেগুলো সবসময় জানার চেষ্টা করেছি। আমি যখন ‘ল’ পড়েছি সে সময় আমার ক্রাইমের বই কিংবা ক্রাইমের কেইসগুলো স্টাডি করতে বেশ ভালো লাগতো।
যদি কখনো উপদেষ্টা হওয়ার জন্য কল আসে তখন কী করবেন জনাতে চাইলে তিনি বলেন, আমি উপদেষ্টা হতে চাই না। সবার যে আসন নিতে হবে কিংবা রাজনৈতিক জায়গা তৈরি করতে হবে এমন তো কোন কথা নেই। তো আমিও সেই আসন চাই না। কারণ, তাহলে তো আমি প্রাণ খুলে কথা বলতে পারব না। দেশের নাগরিক হিসেবে কোনো সমস্যা হলে যেই পয়েন্টগুলো ধরে কথা বলার কথা আমি আসনে বসলে সেই কথাগুলো বলতে পারব না। সো আমি না হয় কথা বলার লোকই থাকি, কাজের জন্য তো বড় বড় লোক তো আছেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।