জুমবাংলা ডেস্ক : চলতি বছরে জানুয়ারি-জুন কিস্তিতে উপবৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। কোনো উপজেলায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কতোজন শিক্ষার্থী উপবৃত্তির জন্য নির্বাচিত ও সক্রিয়া আছেন, জানুয়ারি-জুন কিস্তিতে কতোজন শিক্ষার্থী টাকা পেয়েছেন ও কতোজন উপবৃত্তির টাকা পাননি সে তথ্য ১২ সেপ্টেম্বরের মধ্যে ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি স্কিমকে জানাতে বলা হয়েছে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের। বিষয়টি জানিয়ে শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে চিঠিটি প্রকাশ করা হয়।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচারখ মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির জন্য নির্বাচিত সক্রিয় শিক্ষার্থীর সংখ্যা, জানুয়ারি-জুন কিস্তিতে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জানুয়ারি-জুন কিস্তিতে উপবৃত্তির জন্য নির্বাচিত অথচ টাকা পায়নি এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ধারিত এক্সেল শিটে শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী উপজেলা-থানাভিত্তিক তালিকা আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে সফটকপি উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসিয়াল ইমেইল থেকে স্কিমের ইমেইলে ([email protected]) এবং স্বাক্ষরিত হার্ডকপি ডাকযোগে পাঠাতে বলা হলো।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরাসরি পাঠানো কোনো তথ্য গ্রহণযোগ্য হবে না বলে চিঠিতে জানিয়েছেন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।