উষা উত্থুপের কণ্ঠে শ্রীবল্লী গানের বাংলা ভার্সন তুমুল ভাইরাল

উষা উত্থুপের কণ্ঠে শ্রীবল্লী

বিনোদন ডেস্ক : অল্লু অর্জুনের ‘পুষ্পা’ মানেই সকল ভারতীয় সিনেমাপ্রেমীর সেন্সেশন। এই ছবির সংলাপ, দৃশ্যায়ন, গান থেকে শুরু করে অল্লু অর্জুনের হাঁটা এবং সিগনেচার স্টাইল, সবই কপি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

উষা উত্থুপের কণ্ঠে শ্রীবল্লী

তারকা থেকে শুরু করে সাধারণ, সকলেই পুষ্পাকে নিয়ে রিল ভিডিও বানাতে ব্যস্ত। তাবড় তাবড় তারকাদেরও গানের তালে তালে কোমর দোলাতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

পুষ্পা ছবির গানও জনপ্রিয়তা ছাপিয়ে গিয়েছে। বর্তমানে এই ছবির ‘শ্রীবল্লী’ গানটি অন্যতম জনপ্রিয় রোমান্টিক গান হয়ে উঠেছে। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, হিন্দি ভাষাতে মুক্তি পেয়েছে পুষ্পা।

প্রত্যেক ডাবিংয়েই এই গানটি দারুণ জনপ্রিয় হয়েছে। তবে এতদিনে এই গানের বাংলা ডাবিং হল। সেই গান গেয়ে শোনালেন প্রখ্যাত গায়িকা উষা উত্থুপ।

একদিনে কত কাপ কফি পান করা যায়

এতদিন ‘শ্রীবল্লী’কে নিয়ে বহু রিল ভিডিও ভাইরাল হয়েছে। গানের সুর নিয়ে অনেকেই প্যারোডি গেয়েছেন। তবে এবার এই গানটির বাংলা ভার্সন গেয়ে শোনালেন উষা উত্থুপ। তার গাওয়া এই গানের খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে চারদিকে। সম্প্রতি এই গানের একটি প্রোমো শেয়ার করা হয়েছিল। গানটির প্রোমো মুক্তি পাওয়ার পরপরই লক্ষ লক্ষ ভিউ ছুঁয়ে ফেলেছে। গানের বাংলা ভার্সনটি হল, ‘তুমি তোমার তুলনা শ্রীবল্লী’।

‘পুষ্পা’ ছবিতে আসল গানটি লিখেছেন চন্দ্রবোস। গানটি গেয়েছেন শ্রীরাম। গানের সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। এই গানের হিন্দি সংস্করণটি গেয়েছেন জাভেদ আলি। ডাবিং করা হলেও গানের সুর এবং কথা সকলের মন ছুঁয়ে গিয়েছে। সঙ্গে গানের তালে তালে অল্লু অর্জুনের সিগনেচার হাঁটার স্টাইলও সকলের পছন্দ হয়েছে। এই পর্যন্ত এই গানের যতগুলি ডাবিং হয়েছে, সবকটি দারুণ হিট হয়েছে।

YouTube video player

‘শ্রীবল্লী’র বাংলা ভার্সনটিতে গান গাওয়ার পাশাপাশি উষা উত্থুপকেও অল্লু অর্জুনের সিগনেচার স্টাইল অর্থাৎ গালে হাত বোলাতে দেখা যাচ্ছে। গানের এই প্রোমো ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে দারুণ হিট। আসল গানটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেটিজেনরা। ২৮শে ফেব্রুয়ারি সম্পূর্ণ গানটি মুক্তি পাবে।