জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের কারণে চীনের উহান নগরীতে আটকে পড়া ৩৬১ জন বাংলাদেশিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে৷ ঢাকা ফেরার পর তাদের সবাইকে আশকোনো হজ ক্যাম্পে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। তাদের নিরাপত্তার দায়িত্বে পুলিশের সঙ্গে সেনা সদস্যরাও থাকবেন।
তাদের আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চীনের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টায় উহানের তিয়ানহি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদিশ শিক্ষার্থীদের তার আগেই বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শুক্রবার সকালে জানিয়েছিলেন, ১৯টি পরিবার, ১৮ শিশু এবং দুই বছরের কম বয়সী দুই শিশুসহ ৩৬১ জন চীন থেকে দেশে ফিরতে নিবন্ধন করেছেন।
দেশে ফিরতে ইচ্ছুক শিক্ষার্থীদের তালিকা তৈরির সঙ্গে যুক্ত গবেষক ড. রেজা সুলতানুজ্জামান জানান, উহানের ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৮টি থেকে ৩১৮ জন বাংলাদেশি বিমানবন্দরে এসেছেন দেশে ফেরার জন্য, তাদের মধ্যে ১৯ জন শিশু।
শনিবার প্রথম প্রহরেই তারা দেশে ফিরতে পারবেন বলে আগে আশা করা হলেও বাংলাদেশ সময় রাত আড়াইটা পর্যন্ত ফ্লাইট রওনা হতে পারেনি। তার আগ পর্যন্ত তিন দফা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে সুলতানুজ্জামান জানান।
উহানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রস্তুতি জানাতে শুক্রবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সংবাদ সম্মেলন করা হয়৷ যেখানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আশকোনায় পর্যবেক্ষণ সময় শেষে যাদের সুস্থ পাওয়া যাবে, তাদের বাড়ি যেতে দেওয়া হবে। আর কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হবে।
গত এক মাসে কেবল চীনেই দশ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২১৩ জনের। চীনের বাইরে আরও ১৮ দেশে প্রায় একশ মানুষ নতুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এবং কয়েক জায়গায় মানুষ থেকে মানুষে ছড়ানোর খবর আসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন করোনাভাইরাসের এ প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ ঘোষণা করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।