গোপাল হালদার, পটুয়াখালী: টানা ২০ দিন বন্ধ থাকার পর আজ বিকাল ৪টা থেকে আবার বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে দেশের বৃহত্তম ও সর্বাধুনিক কয়লাভিত্তিক পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৫ মে ডলার সংকটে কয়লা আমদানি করতে না পারায় তাপবিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।
প্রকৌশলী শাহ আব্দুল হাসিব বলেন, কয়লা সংকটের কারণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুই দিন আগে ইন্দোনেশিয়া থেকে একটি কয়লাভর্তি জাহাজ আসায় আজ থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে।
১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি থেকে শতভাগ বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন অন্তত ১৩ হাজার টন কয়লা পোড়াতে হয়।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, আরও একটি কয়লাভর্তি জাহাজ পায়রার উদ্দেশে রওনা দিয়েছে। মোট আট লাখ টন কয়লার এলসি খোলা হয়েছে। এ কয়লা থাকতেই আরও এলসি খোলা হবে।
আরেকটি কয়লাভর্তি জাহাজ আসলে আগামী ২৮ জুন দ্বিতীয় ইউনিট চালু করা হবে।
এই বিদ্যুৎ কেন্দ্রটির জন্য প্রয়োজনীয় কয়লা কিনতে ঋণ দেয় বিদ্যুৎ কেন্দ্রটির চীনা অংশীদার চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি)। চীনের এই সংস্থা আর বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ২০২০ সালের মে মাসে। আর বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটি উৎপাদনে শুরু করে ২০২০ সালের ১০ জানুয়ারি এবং দ্বিতীয় ইউনিট শুরু করে একই বছরের ২৬ আগস্ট। বিদ্যুৎকেন্দ্রটির জন্য গড়ে প্রতিদিন ১২ হাজার টন কয়লার দরকার হয়, যার পুরোটাই ইন্দোনেশিয়া থেকে আমদানি করে সিএমসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।