জুমবাংলা ডেস্ক : এখন থেকে বস্ত্রখাত-বহির্ভূত শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ৫০ লাখ টাকার বেশি ঋণ অবসায়নে (খেলাপি হওয়া থেকে বাঁচতে) বিশেষ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত একটি নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়েছে, ৫০ লাখ টাকা বা তার বেশি মূল ঋণ থাকলে ২ দশমিক ৫ শতাংশ অর্থ জমা দিয়ে ওই ঋণ অবসায়নের সুযোগ নেয়া যাবে। আর এ ঋণের বাকি টাকা তিন বছরের মধ্যে কিস্তিতে জমা দেয়া যাবে।
এ ছাড়া স্থাবর সম্পত্তি বিক্রি করে যদি কোনো ঋণ সমন্বয়ের প্রয়োজন পড়ে, তাহলে ব্যাংক সংশ্লিষ্ট গ্রাহককে তিন বছরের মধ্যে এককালীন ঋণ পরিশোধের সুযোগ দেয়া যাবে। তবে এ সময়ে ঋণ সমন্বয় না হলে এককালীন সুবিধা বাতিল হয়ে যাবে। এমনকি ঋণ সমন্বয় না হওয়া পর্যন্ত তা খেলাপি হিসেবে চিহ্নিত হবে।
ঋণের সুদ মওকুফ করা হলে ঋণ স্থিতির ওপর ব্যাংক সর্বোচ্চ তহবিল ব্যয়ের হারে সুদ আরোপ করতে পারবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
আইএমএফ থেকে বাংলাদেশ ঋণ নেবে কিনা, সিদ্ধান্ত ২ সপ্তাহের মধ্যে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।