স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করতে যাচ্ছে এশিয়া এবং আন্তর্জাতিক একাদশের মধ্যকার দুটি ম্যাচ। চলতি মাসেরই ২১ এবং ২২ তারিখ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

এদিকে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে গ্রহণ করছে অবিস্মরণীয় এক উদ্যোগ। দুই ম্যাচের মাঝে কিংবা সিরিজ শুরুর আগে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করতে যাচ্ছে বিসিবি।
আর এই কনসার্টের পরিকল্পনা এবং সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে ভারতের বিখ্যাত মিউজিসিয়ান এ আর রহমানকে। বিসিবির একটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, এই কনসার্টটি পরিকল্পনা এবং পরিচালনার জন্য ভারতীয় মিউজিশিয়ান এ আর রহমানের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে ১ মিলিয়ন ইউএস ডলারের।
অর্থ্যাৎ ১০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় সাড়ে আট কোটি টাকা প্রায়।
এই টাকার মধ্যেই এআর রহমান পুরো কনসার্টের পরিকল্পনা করবেন, শিল্পী নির্বাচন এবং তাদের পারফরম্যান্স- সবকিছুই দেখভাল করবেন এ আর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


