এ ধরনের কাজ করা কষ্টদায়ক, মানসিকভাবে বিপর্যস্ত থাকি: মম

বিনোদন ডেস্ক : ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে ২০০৭ সালে শোবিজে পা রাখেন লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত তারকা জাকিয়া বারী মম। অভিনয়ের পাশাপাশি সামাজিক নানান কাজে প্রায়ই দেখা যায় এই অভিনেত্রীকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায়ও বেশ সরব ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে নিয়মিত কাজ করে যাচ্ছেন মম। নতুন নতুন ভিন্ন ধর্মী গল্পে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ নাটক ‘টু বি অর নট টু বি’তে অভিনয় করেছেন তিনি। নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। চার বছর আগের সেই ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চরিত্রে অভিনয় করেছেন মম।

নাটকটি প্রসঙ্গে মম বলেন, কাজটি করতে গিয়ে সেই চার বছর আগের ঘটনাটা আবার চোখের সামনে এলো। এ ধরনের চরিত্রে কাজ করা বেশ কষ্টদায়ক। মানসিকভাবে বিপর্যস্ত থাকি। তারপরও অভিনয়শিল্পী হয়ে পর্দায় নানা চরিত্রে আসা লাগে।

তিনি আরও বলেন, ধর্ষণ খুবই নিকৃষ্টতম একটি ঘটনা। যা একজন নারীর জীবনে ঘটে। এ সভ্য সমাজে এটি আমরা কখনোই চাই না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজন নারীর জীবনে কী ধরনের অ্যাফেক্ট পড়ে, সে চিন্তা থেকেই নাটকটি নির্মিত হয়েছে।

কলকাতায় শিল্পী রেজওয়ানার অনুষ্ঠান বাতিল, বিতর্ক

নাটকটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ। এটি চলতি মাসেই ইউটিউবে প্রকাশ হবে বলে জানান নির্মাতা।