Advertisement
অর্থনতি ডেস্ক : চলতি অর্থবছর কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২৪ হাজার ১২৪ কোটি টাকা। এর মধ্যে প্রথম ৫ মাসে কৃষিঋণ বিতরণ হয়েছে ৮ হাজার ৩০৫ কোটি ১৩ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংক (বাংলাদেশ ব্যাংক) এর হালনাগাদ সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
ঋণ-বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ৫ মাসের (জুলাই-নভেম্বর) ফসল উৎপাদনে ৪ হাজার ৪৮৫ কোটি ২৪ লাখ টাকা, সেচ ও সেচযন্ত্র ক্রয়ে ৪৩ কোটি ৬৮ লাখ টাকা, কৃষিখামারে ১ হাজার ২৫১ কোটি ২৭ লাখ টাকা, শস্য সংগ্রহ ও বাজারজাতকরণে ৪৮ কোটি ৬ লাখ টাকা, দারিদ্র্য দূরীকরণে কর্মোদ্যোগে ৬৮৭ কোটি ৬৯ লাখ টাকা এবং কৃষি সম্পর্কিত অন্যান্য আর্থিক কর্মকাণ্ডে ঋণ বিতরণ হয়েছে ১ হাজার ৫৭ কোটি টাকা।
দুই অর্থবছরের একই সময়সীমার মধ্যে কৃষিঋণ বিতরণের হার প্রায় সমান দেখা গেছে তথ্য-উপাত্ত পর্যালোচনা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।