এ মাসেই বড় তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যেনে নিন প্রতিপক্ষ কারা

আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: আজ থেকে শুরু হয়েছে ইংরেজি ক্যালেন্ডারের নতুন মাস, জুলাই। এ মাসে বেশ ব্যস্ত সময় কাটাবে আর্জেন্টিনা নারী দল। যেখানে একটি প্রীতি ম্যাচ ও দুটি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে নামবে তারা।

আর্জেন্টিনা

চলতি মাসে নারী ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে। এবারের আসরটি বসবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর। আসন্ন এ বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা নারী ফুটবল দল।

বিশ্বকাপের আগে নিজেদের সর্বশেষ প্রীতি ম্যাচে আগামী ১৪ জুলাই পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা নারী ফুটবল দল। ২৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন সান নিকোলাস স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনার একমাত্র এবং সর্বপ্রথম শতভাগ এলইডি টেকনোলজি সম্পন্ন স্টেডিয়াম এটি।

এই ম্যাচ খেলে বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে আর্জেন্টিনা নারী দল। আসন্ন নারী বিশ্বকাপে জি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইতালি, সুইডেন এবং দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ পর্বের তিনটি ম্যাচের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে জুলাইয়ে। নিজেদের প্রথম ম্যাচে ২৪ জুলাই ইতালি নারী দলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনার মেয়েরা। ২৭ জুলাই তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে লড়বে ২ আগস্ট।

সাকিবের কাছ থেকে ঈদ সালামি পেলো হৃদয়