লিউডের নন্দিত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিভিন্ন অন্তরঙ্গ ছবি নেটপাড়ায় ঘুরছে। এআই-এর সাহায্যে এইসব বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তুলে শেষমেশ আদালতের দ্বারস্থ হলেন বচ্চনবধূ। দিল্লি হাইকোর্টে ইতিমধ্যেই আবেদন করেছেন ঐশ্বর্য।
জানা গেছে, ঐশ্বরিয়া অনুমতি না নিয়েই তার নানা ব্যক্তিগত মুহূর্তের ছবি নেটমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যা অত্যন্ত অপ্রীতিকর। শুধু তাই নয় ঐশ্বর্য এও জানিয়েছেন যে, তার এই ছবি আসল নয়। তা এআই দিয়ে বানানো। এমন ছবি ব্যবহারের অনুমতি তিনি কোনওভাবেই দেননি। এমনকি বর্তমানে সোশাল মিডিয়ার দৌলতে যেভাবে নায়িকাদের ছবি ব্যবহার করার প্রবণতা বেড়েছে বিভিন্ন ই-কমার্স সংস্থাগুলির মধ্যে এক্ষেত্রেও একপ্রকার আবেদন জানিয়েছেন ঐশ্বর্য আদালতে।
অভিযোগ, ঐশ্বর্যর ছবি ব্যবহার করে তৈরি করা হচ্ছে কফি মগ, টি-শার্ট’র মতো নানা জিনিস। একইসঙ্গে নায়িকার নানা বিকৃত অন্তরঙ্গ ছবি এইআই দিয়ে তৈরি করে তা সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যেই ঐশ্বর্যর আইনজীবী আদালতে সমস্ত নথি আদালতে জমা দিয়ে কোনওরকম অসৎ উদ্দেশ্যে যাতে ব্যবহার না করা হয় সেই বিষয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়ে আবেদন করেন। তবে এই প্রথম নয়। এর আগে গত নভেম্বরে এই একই সমস্যায় জর্জরিত হয়েছিল বচ্চন পরিবার। এর আগে অমিতাভ বচ্চনের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভ। এরপর বিনা অনুমতিতে অমিতাভের কণ্ঠস্বর কিংবা ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।