বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা যুদ্ধে ওপেনএআইয়ের সঙ্গে লড়াইতে যোগ হয়েছে নতুন দুটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম—গুগলের জেমিনি এবং মেটার তৈরি ইমাজিন। দুটি এলএলএমই কাছাকাছি সময় দুটি পৃথক ঘোষণায় উন্মোচন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ তাহমিদ।
ধারণা করা হচ্ছে বছর শেষের আগে যাতে দুটি প্রতিষ্ঠানই তাদের বোর্ড অফ ডিরেক্টরস ও শেয়ারধারীদেরকে কত্রিম বুদ্ধিমত্তা গবেষণার অগ্রগতি নিয়ে ব্রিফিং দিতে পারে, সেজন্য জেমিনি এবং ইমাজিন দ্রুত উন্মোচন করা হয়েছে।
জেমিনি
গুগলের জেমিনি এলএলএমকে বলা হচ্ছে ওপেনএআইয়ের জিপিটি-৪ এর চাইতেও বেশ শক্তিশালী সিস্টেম। গুগলের দাবি, পরীক্ষামূলক জিপিটি-৫ কেও কিছু দিক থেকে ছাড়িয়ে যাবে জেমিনি। মাল্টিমোডাল এই এআই মডেল একই সঙ্গে লেখা, ছবি এবং ভিডিও ইনপুট নিয়ে কাজ করতে পারে, যা আগের গুগল এআই পারতো না। শুধুমাত্র যুক্তিতর্কের বেঞ্চমার্কঃ হেলাসোয়্যাগ ছাড়া বাকি সব পরীক্ষা, যেমন জেনারেল প্রশ্ন বুঝে প্রাসঙ্গিক উত্তর দিতে পারা, কথোপোকথন চালিয়ে যাওয়া, জটিল গাণিতিক সমস্যার সমাধান করা বা সফটওয়্যার কোড লেখার মত বেঞ্চমার্কে জিপিটি-৪ কে ছাড়িয়ে গেছে জেমিনি।
সবচাইতে বড় বিষয়, জেমিনি শুধু ক্লাউডে নয়, চাইলে হাতের স্মার্টফোনেও চলতে সক্ষম, ইন্টারনেট সংযোগ ছাড়াই। তথ্য নিরাপত্তার খাতিরে এআই সেবাগুলো নিজস্ব ডিভাইসে চালানোর জন্য ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন, জেমিনি ন্যানোর মাধ্যমে সেটি অবশেষে হাজির হতে যাচ্ছে। জেমিনি ন্যানো প্রথমে গুগল পিক্সেল ৮ প্রো ফোনটিতে আগামী আপডেটে যুক্ত করা হবে, সেটি টেনসর জি৩ চিপের নিউরাল প্রসেসর ব্যবহার করে জিবোর্ড, রেকর্ডারের এবং লাইভ ক্যাপশনিং অ্যাপের এআই রিপ্লাই, ট্রান্সক্রিপশন তৈরি এবং ক্যাপশন জেনারেশনে কাজ করবে, সার্ভারের সঙ্গে কোনও প্রকার যোগাযোগ ছাড়াই।
জেমিনির সব ধরনের সেবা এর মধ্যেই গুগল বার্ডের মাধ্যমে পাওয়া যাচ্ছে, ঠিক যেভাবে জিপিটি-৪ এর সেবা চ্যাটজিপির মাধ্যমে পাওয়া যায়।
ব্যবহারকারীরা bard.google.com সাইটে প্রবেশ করে জোমিনি প্রো’র সব ফিচার বিনামূল্যে পরীক্ষা করে দেখতে পারেন। তবে গুগল জানিয়েছে বার্ড এখনো পরীক্ষামূলক অবস্থায় থাকায় এটির ওপর নির্ভর করে গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো।
আগামী বছর বার্ডের পেইড সংস্করণ চালু করবে গুগল, সেটার মধ্যমে জেমিনি অ্যাডভান্সড ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। অ্যাপ নির্মাতারা চাইলে জেমিনিকে কাজে লাগিয়ে তৈরি করতে পারবেন অ্যাপ, সে সেবা চালু হচ্ছে ১৩ ডিসেম্বর। যারা জেমিনি ন্যানো কাজে লাগিয়ে অফলাইনে কাজ করবে এমন অ্যানড্রয়েড অ্যাপ তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য এআইকোর এর পরীক্ষামূলক সংস্করণও গুগল উন্মুক্ত করেছে।
ইমাজিন
মেটার তৈরি ইমাজিন এআই ব্যবহার করে তৈরি করা যাবে ছবি। ব্যবহারকারীরা imagine.meta.com সাইটে প্রবেশ করে, মেটা অ্যাকাউন্ট দিয়ে লগইন করে যেমন ছবি চাচ্ছেন, তার বিস্তারিত লিখিত বিবরণ ইনপুট দিয়ে তৈরি করতে পারবেন ছবি। সেবাটি ব্যবহার করার জন্য আপাতত কোনো টাকা লাগবে না। সিস্টেমটিকে ডাল-ই, স্টেবল ডিফিউশন বা মিডজার্নির সঙ্গে তুলনা করা যেতে পারে, তবে ইমাজিনে তৈরি ছবির কপিরাইট ও ডাটা মেটার সঙ্গে শেয়ার করতে হবে সেটা নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। আপাতত সেবাটি অল্প কিছু দেশ থেকে ব্যবহার করা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।