বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছবি পোস্ট করার কারণে বেড়ে গিয়েছে ফটো এডিটরের ব্যবহার। ছবিকে আকর্ষণীয় করতে বিভিন্ন ইমেজ এডিটর অ্যাপের আশ্রয় নেন গ্রাহক। যদিও বিশেষজ্ঞরা বলছেন, সুন্দর ছবি পেতে গিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বহু গ্রাহক। তাই কোনও ইমেজ অ্যাপ বা ফিল্টার ডাউনলোডের আগে জেনে নিন এই বিষয়গুলি।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আসলে এই ধরনের অ্যাপগুলি আপনার স্মার্টফোন থেকে ব্যক্তিগত ডেটা , ব্যাংকিং বিবরণ ও অন্যান্য তথ্য চুরি করতে পারে। এছাড়াও, এই ধরনের ফটো এডিটর অ্যাপ ডাউনলোডের ফলে আপনার ফোনে ম্যালওয়্যার ও ভাইরাস আসার ঝুঁকি থাকে। এমন পরিস্থিতিতে আপনার ফোন হ্যাক হতে পারে। সেই ক্ষেত্রে প্রতারকরা নিয়ন্ত্রণ করবে আপনার ফোন।
অনেক অ্যাপে বিপজ্জনক ম্যালওয়্যার বা ভাইরাস থাকে। সেই কারণে গুগল তার প্লে-স্টোর থেকে এই ধরনের অ্যাপগুলি বার বার সরিয়ে দেয়। যদিও সাইবার অপরাধীরা প্রতিবারই নতুন রূপে অ্যাপটি ফের প্লে-স্টোরে নিয়ে আসে। আপনি যখন ফোনে এই অ্যাপগুলি ইনস্টল করেন, তারা আপনাকে কনট্যাক্টস,কল লগ, মিডিয়া, লোকেশন ও আরও অনেক কিছুর অ্যাক্সেস চায়। অজান্তেই আপনি তাদের এই অ্যাক্সেস দিয়ে দেন। এরপরই কাজ শুরু করে দেয় হ্যাকাররা। আপনাকে না জানিয়ে ডেটা চুরি করতে থাকে অ্যাপগুলি।
এই ধরনের অ্যাপের থেকে বিপদ এড়াতে কিছু সতর্কতা অবলম্বন করুন।
১. প্রথমত, এই ধরনের ইমেজ এডিটর অ্যাপ ইনস্টল করা এড়িয়ে চলুন।
২. আপনার ফোনেই ফটো এডিট করার জন্য অনেক অপশন থাকে।
৩. এরপরও যদি এটিডের অ্যাপ ইন্সটল করতে চান, তাহলে রিভিউ দেখে ওয়াপ ইনস্টল করুন।
৪. সেই অ্যাপগুলো বাছুন, যেগুলি বেশি লোক ইন্সটল করেছে। রিভিউ, কমেন্ট দেখে তবেই এই ধরনের অ্যাপ ইনস্টলের সিদ্ধান্ত নেবেন।
৫. অ্যাপটি ইন্সটল করার সময় মনে রাখবেন, ডাউনলোড করা অ্যাপের কাজ অনুযায়ী সম্পর্কিত অ্যাক্সেস দিন। ব্যক্তিগত তথ্য বিভাগে অ্যাক্সেসের অনুমতি দেবেন না।
৬. সময়ে-সময়ে গুগল-এর নিষিদ্ধ অ্যাপগুলির তালিকা দেখুন। এতে আপনার অ্যাপটি নিষিদ্ধ হলে সঙ্গে সঙ্গে তা আনইনস্টল করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।