বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ইউরোপের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্কোডা দুর্দান্ত রেঞ্জের নতুন ইলেকটিক কার আনল। যার মডেল স্কোডা স্কোডা এলরক। সম্প্রতি ব্যাটারিচালিত এই গাড়ি ভারতে এসেছে। দেশটির বাজারে এর দাম ৩০ লাখ রুপি।
স্কোডার নতুন বৈদ্যুতিক গাড়ি একবার সম্পূর্ণ চার্জ দিলে ৫৬০ কি.মি. রাস্তা যেতে পারে।
স্কোডা এলরক সম্পূর্ণভাবে বিদেশের বাজারের গ্রাহকদের কথা ভেবেই বানানো হয়েছে। কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে আসা স্কোডার এটি প্রথম গাড়ি।
স্কোডা এলরকের রেঞ্জ ও দাম
ভারতের বাজারে স্কোডার এই নতুন বৈদ্যুতিক গাড়ি টাটা কার্ভ ইভি এবং হোন্ডাই ক্রেটা ইভিকে জোর টেক্কা দিতে পারে। টাটা মোটরস সম্প্রতি ভারতের বাজারে কার্ভ ইভি লঞ্চ করেছে। এই টাটা কার্ভ বৈদ্যুতিক গাড়ির টপ এন্ড মডেলের দাম ধার্য করা হয়েছে ২২ লাখ রুপি। টাকা যা স্কোডা এলরকের তুলনায় ৮ লাখ রুপি কম।
স্কোডা গাড়ির ফিচার্স
স্কোডা এলরক মূলত তিনটি ব্যাটারি প্যাক নিয়ে বিশ্বের বাজারে লঞ্চ হয়েছে। এর এন্ট্রি লেভেল মডেল এলরক ৫০ মূলত ১২৫ কিলোওয়াটের ব্যাটারি প্যাক সহ আসতে চলেছে, যেখানে এলরক ৮৫ মডেল সর্বোচ্চ রেঞ্জ দিতে পারে। স্কোডার টপ এন্ড মডেলটি একবার সম্পূর্ণ চার্জে যাবে ৫৬০ কিমি।
গুগল ম্যাপসে এআই ফিচার, নতুন যে অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা
স্কোডার এই নতুন বৈদ্যুতিক গাড়িতে ১৩ ইঞ্চির স্ক্রিন পাওয়া যাবে, এছাড়াও গাড়িতে ৪৭০ লিটারের বুট স্পেস দেওয়া যেতে পারে। এই গাড়িতে এডিএস ফিচার্সও থাকতে পারে। গাড়িতে হেড আপ ডিসপ্লে, মেমোরি এবং মেসেজ ফাংশনসহ বৈদ্যুতিনভাবে সামঞ্জস্যপূর্ণ ড্রাইভার সিট দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।