জুমবাংলা ডেস্ক : গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার সরকারের পতনের পেছনে মাস্টারমাইন্ড কে- এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক দলগুলোর নেতাদের পাশাপাশি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নতুন নতুন আলোচনার জন্ম দিচ্ছেন আন্দোলনের সম্মুখসারির ছাত্র সমন্বয়করাও। এবার মুখ খুললেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
শনিবার (২২ ফ্রেবুয়ারি) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে হান্নান মাসউস বলেন, ‘এই গেইম কোত্থেকে চলতেছে আমরা ঠিকই বুঝি। দোসরা আগস্ট যেখান থেকে গেইম খেলতে গিয়ে ডাউব্বা মারছেন, সেখান থেকেই নতুন গেইমের উত্থান!!! লাভ নাই…।’
তার সেই পোস্টে চার ঘণ্টায় প্রায় সাড়ে সাত হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য করেছেন প্রায় ১ হাজার ৩০০ জন। পোস্টটি শেয়ার দিয়েছেন ৪০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।