চলছে প্রেমের মাস, ভালোবাসার মাস। আর একদিন বাদেই ভালোবাসা দিবস। বিশেষ এই দিন উপলক্ষে রিয়াল থেকে রিল লাইফেও চলবে জমজমাট আয়োজন। দেশি ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাবে বেশ কয়েকটি ওয়েব ফিল্ম ও সিরিজ। সাধারণত ঈদ বা বড় উৎসব ছাড়া একসঙ্গে এতগুলো কনটেন্ট দেখা যায় না। বিশেষ দিনে দেশের ওটিটি মাধ্যমে কী কী আসছে? জেনে নেবো এ প্রতিবেদন থেকে।
ভালোবাসার দিবসে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা বা সিরিজগুলো সাধারণত রোমান্টিক ঘরানার হয়ে থাকে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চড়কিতে মুক্তি পেতে যাচ্ছে ফারিন ও প্রীতমের অরিজিনাল ফিল্ম ’কাছের মানুষ দূরে থুইয়া’।
শিহাব শাহিনের পরিচালনায় প্রথমবারের মতো পর্দায় এই দুজনকে একসাথে দেখতে পাওয়া যাবে। এই দুই তারকা অলরেডি নিজেদের জায়গায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। চড়কির ১২টি অরিজিনাল ফিল্মের একটি হচ্ছে এটি।
দূরবর্তী সম্পর্কের গল্পকে অবলম্বন করে ফিল্মটি তৈরি করা হয়েছে। long distance সম্পর্কের কারণে অনিশ্চয়তা ও ক্ষোভ তৈরি হতে দেখা যায় আমাদের সমাজে। এসব বিষয় সম্পর্ককে ক্ষতিগ্রস্থ করে থাকে। এরকম ঘরানার গল্প নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছে তাদের অরিজিনাল ফিল্ম ’কাছের মানুষ দূরে থুইয়া’।
বঙ্গ অরিজিনাল সিনেমা ’গাইয়া’ মুক্তি পেতে যাচ্ছে। এখানে জনপ্রিয় অভিনেত্রী দিঘী ও খায়রুল বাশার অভিনয় করেছেন। সিনেমাটির একটি পোস্টার হয়েছে এবং এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। বঙ্গ অরিজিনাল ফিল্ম ’দুঃখিত’ এটির পাশাপাশি রিলিজ পেতে যাচ্ছে।
দুঃখিত সিনেমাতে দেখা যাবে জিওল হক পলাশ ও ইভানা। অন্যদিকে ভিকি জাহেদের আরারাত সিনেমাটি মুক্তি পাবে বীঞ্চ প্লাটফর্ম এ। যারা মেহজাবিন চৌধুরীর ভক্ত তাদের জন্য এটি দুর্দান্ত কিছু বয়ে নিয়ে আসবে।
সিনেমাটিতে দেখা যাবে ভিকি জাহিদ ও মেহজাবিনকে। এদের ট্রেইলার অলরেডি রিলিজ পেয়েছে এবং মুক্তির পর বেশ প্রশংসা অর্জন করেছে। দীপ্ত টিভির ওয়েব ফ্লিম এই অভিনয় করেছেন অপূর্ব। অপূর্বের বিপরীতে অভিনয় করেছেন তটিনী। এভাবে ভালোবাসা দিবসে জমজমাট হয়ে যাবে দেশের ওটিটি প্ল্যাটফর্ম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।