বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতীয় বাজারে একের পর এক স্মার্টফোন এনে চলেছে Realme। বাজারে কম দামের স্মার্টফোনের জন্য বাংলাদেশে বিরাট জনপ্রিয়তা লাভ করেছে কোম্পানিটি।
এবার Realme ভারতীয় বাজারে লঞ্চ করেছে Realme Narzo N53। Narzo-এর N সিরিজের এই স্মার্টফেনটির জন্য বহু দিন ধরে অপেক্ষায় ছিলেন অনেকেই। লঞ্চের তারিখ অনেক আগেই ঘোষণা করেছিল কোম্পানিটি। আর সেই মতোই N সিরিজের তালিকায় এই নতুন বাজেট স্মার্টফোনটি যুক্ত হল। তাই আপনি যদি কম দামে একটি ফোন কিনতে চান, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। আপনার মনে হতে পারে, কম দাম হওয়ায় এতে তেমন কোনও ফিচার থাকবে না। কিন্তু কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফোনটি কোম্পানির সবচেয়ে পাতলা ফোন। তবে এই ফোনে কী-কী উন্নত ফিচার দেওয়া হয়েছে চলুন দেখে নেওয়া যাক।
Realme Narzo N53-এর দাম:
এই লেটেস্ট বাজেট ফোনের 4 GB/64 GB ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 8,999 টাকা (বাংলাদেশি মুদ্রায় ১১,৬১৭ টাকা)। 6 জিবি ও 128 জিবি ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 10,999 টাকা (বাংলাদেশি মুদ্রায় ১৪,১৯৯ টাকা)। অর্থাৎ আপনি এত কম দামে এই নতুন ফোনটি কিনতে পারবেন। তবে আপনাকে হাতে গোনা কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কারণ এই ফোনের প্রথম বিক্রি চলতি বছরের ২৪ মে থেকে শুরু হবে। এবার প্রশ্ন হল আপনি এই ফোনটি কোথা থেকে কিনবেন? Realme-এর অফিসিয়াল সাইট ছাড়াও, ই-কমার্স সাইট Amazon-এ পেয়ে যাবেন। ফোনটি দু’টি কালার ভ্যারিয়েন্টে পাবেন।
Realme Narzo N53-এর ফিচার ও স্পেসিফিকেশন:
Realme-এর এই বাজেট ফোনে একটি 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W SuperVOOC ফাস্ট চার্জ সাপোর্ট করে। কোম্পানির দাবি, মাত্র 30 মিনিটেই ফোনটি 0-50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। সিকিউরিটির জন্য, এতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটির মোট ওজন 182 গ্রাম। ফোনটিতে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0 পেয়ে যাবেন।
এতে Unisock T612 প্রসেসর রয়েছে। ফোনটিতে 180 Hz-এর টাচ স্যাম্পলিং রেট ব্যবহার করা হয়েছে। ফোনের পিছনে একটি 50-মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ রয়েছে। আর সামনে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। 6.74 ইঞ্চির স্ক্রিন সাইজের ডিসপ্লে 90 Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে।
১০ হাজার টাকার কমে ফাস্ট চার্জিং সুবিধাসহ দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।