স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সফরে বাংলাদেশ যাবে কি না সে সিদ্ধান্ত এখনও নেয়নি বিসিবি। পাকিস্তানে পাঠানো নিরাপত্তা পর্যবেক্ষক দলের রিপোর্টের ওপরই নির্ভর করছে টাইগারদের পাকিস্তান সফর।
অন্যদিকে, পাকিস্তানি মিডিয়ায় রিপোর্ট করা হয়েছে বাংলাদেশকে তারা করাচিতে একটি দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে। তবে পাকিস্তানের এই দাবি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনও দেয়নি বিসিবি।
আর তাই পাকিস্তান সফর নিয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ক্রিকইনফোকে জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই তারা নিশ্চিত হয়ে যাবেন, আগামী জানুয়ারিতে পাকিস্তান সফরে যেতে পারবে কি না!
দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার ব্যাপারে পিসিবির প্রস্তাবের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার বিষয়টি এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটা সেকেন্ডারি। আমাদের কাছে মূল বিষয় হচ্ছে, পাকিস্তান সফরে আমরা যাচ্ছি কি না।
তবে এই সপ্তাহের মধ্যেই সব নিশ্চিত হয়ে যাবে বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যেই আশা করি সব কিছু নিশ্চিত হয়ে যাবে। আমাদের হাতে খুব বেশি সময়ও বাকি নেই। সূচি অনুযায়ী, এই সফরটা আগামী মাসেই।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.