Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home এইচআরডাব্লিউকে যুক্তরাষ্ট্রের দিকে নজর দিতে বললেন হানিফ
আন্তর্জাতিক জাতীয়

এইচআরডাব্লিউকে যুক্তরাষ্ট্রের দিকে নজর দিতে বললেন হানিফ

Mohammad Al AminJanuary 15, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: করোনায় বাংলাদেশে মুক্তচিন্তা, মুক্তমত ও মত প্রকাশের স্বাধীনতা চরমভাবে নিয়ন্ত্রিত হচ্ছে বলে দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)৷ এই সময়ে ডিজিটাল আইনের ব্যাপক প্রয়োগের কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি৷ খবর ডয়চে ভেলের।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এইচআরডাব্লিউকে চ্যালেঞ্জ করে বাকস্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ দিতে বলেছেন৷ তিনি তাদের আমেরিকা মেরিকার দিকে নজর দিতে বলেছেন৷

এইচআরডাব্লিউ তাদের ২০২০ সালের প্রতিবেদনে বলেছে, সরকারের সমালোচনা করায় সাংবাদিক, শিল্পী, শিক্ষার্থী, চিকিৎসক, বিরোধী রাজনৈতিক দলের সদস্য ও অধিকারকর্মী যারাই হোক না কেন, তাদেরকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ৷ এই দমন-পীড়নে করোনা মহামারিকে সরকার অজুহাত হিসবে ব্যবহার করেছে৷

ডিজিটাল সিকিউরিটি আইনের ব্যবহার নাটকীয়ভাবে বেড়ে গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহারকে দায়মুক্তি দেয়া হচ্ছে৷ অপহরণ, গুম, বিনা বিচারে হত্যা অব্যাহত আছে বলে জানিয়েছে এইচআরডাব্লিউ৷

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস নিয়ে ‘গুজব‘ ছড়ানোর অভিযোগে নজরদারি ও দমন-পীড়ন বৃদ্ধি পেয়েছে৷ এমনকি ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট দেয়ার পর তাকে অবমাননার অভিযোগে এক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

এমনকি সরকার গত মে মাসে সরকার বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন পোস্ট লাইক বা শেয়ারে সরকারি কর্মচারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে৷

প্রতিষ্ঠানটির এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডমস বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেখিয়ে দিয়েছে যে, কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণ বজায় রাখতে তারা সবই বন্ধ করে দেবে৷ এই মহামারির সময়েও তাদের মনোভাবের কোনও পরিবর্তন হয়নি৷

তিনি বলেন, যেসব কার্টুনিস্ট এবং কিশোর ফেসবুকে প্রধানমন্ত্রীকে সমালোচনা করেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের তাদের বিষয়ে উদ্বিগ্ন হওয়া বন্ধ করা উচিত৷ বরং মহামারির মধ্যে তাদের নিজেদের কর্তৃত্ব যেভাবে নিয়ম লঙ্ঘন করেছে তা নিয়ে তাদের উদ্বিগ্ন হওয়া উচিত৷

হিউম্যান রাইটস ওয়াচ ৭৬১ পৃষ্ঠার এক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে বুধবার৷ এতে বিশ্বের কমপক্ষে ১০০ দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে৷ বাংলাদেশ অংশের প্রতিবেদনে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়ারও সমালোচনা করা হয়েছে৷ সংঘবদ্ধ ধর্ষণ, পোশাক কারখানার শ্রমিকদের কাজ হারানো নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷

তবে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান মনে করেন এইচআরডাব্লিউর এখন বাংলাদেশ নিয়ে চিন্তা না করে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে কাজ করা উচিত৷

তিনি বলেন, বাংলাদেশে বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে সত্য৷ ডিজিটাল আইন সংবাদমাধ্যমকে সেন্সরের মধ্যে ফেলে দিয়েছে৷ এটা নিয়ে আমরা মানবাধিকারকর্মীরা এখানে কাজ করছি৷ আমরা মুখ বন্ধ করে নেই৷ আমরা যেকোনোভাবে হোক কথা বলছি৷ কিন্তু এখন বেশি কথা বলা দরকার মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে৷

তিনি বলেন, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে ধরনের ন্যাক্কারজনক কাজ করে বেড়াচ্ছেন তাতে অধিকাংশ উন্নয়নশীল দেশের সরকার সেখান থেকে এক ধরনের উৎসাহ পায় বলে আমি মনে করি৷ সেখানে মানবাধিকারের অবস্থা খারাপ৷ আইনপ্রণেতাদের নিরাপত্তা নেই৷ হিউম্যান রাইটস ওয়াচ তাদের নিয়ে কথা বললে বরং ভালো হবে৷ আমরা এখানে আছি৷

আর হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদন তথ্যভিত্তিক নয় বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ৷

তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচ যে অভিযোগ করছে তাদের কাছে কী তথ্য আছে? কোথায় বাকস্বাধীনতা রোধ করা হয়েছে? প্রেসক্লাবের সামনে এই করোনার মধ্যেও বিভিন্ন রাজনৈতিক দল প্রতিদিন সভা-সমাবেশ করছে৷ আপত্তিকর ভাষায় সরকারের সমালোচনা করছে৷

তিনি সাংবাদিকদের গ্রেপ্তারেরও প্রমাণ দিতে বলেন৷

মি. মাহবুব উল আলম হানিফ বলেন, শহীদুল আলম নামে একজন আর্টিস্টকে ফেক তথ্য ছাড়ানোর অভিযোগে আটক করা হয়েছিল৷ খালেদা জিয়া আদালতে দণ্ডিত হয়ে কারাগারে আছেন৷ কেউ যদি অপরাধ করে, দেশের বিরুদ্ধে কাজ করে তাকে কি গ্রেপ্তার করা যাবে না? তারা কি আইনের ঊর্ধ্বে?

মাহবুব উল আলম হানিফ তাদের আমেরিকার দিকে নজর দিতে বলেন৷

তিনি বলেন, সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে৷ বর্ণবাদী হামলায় নিহত হচ্ছে৷ ডেভিড ফ্রয়েডকে গুলি করে হত্যা করা হলো৷ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর কী হচ্ছে দেখেন না? তাদের জন্য কাজ করেন৷

বাংলাদেশ সম্পর্কে ‘উসকানিমূলক’ তথ্য দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন তিনি৷ তাদের এই বিভ্রান্তি ছড়ানো দুঃখজনক, বলেন তিনি৷

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
মৃত্যু আওয়ামী লীগ নেতার

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

December 20, 2025
জানাজায় অংশ নিতে

ওসমান হাদির জানাজায় অংশ নিতে ঢাকায় জামায়াতে আমির

December 20, 2025
অভিযুক্ত ফয়সাল

হাদিকে হত্যা: ভারতের কোথায় আছে অভিযুক্ত ফয়সাল?

December 20, 2025
Latest News
মৃত্যু আওয়ামী লীগ নেতার

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জানাজায় অংশ নিতে

ওসমান হাদির জানাজায় অংশ নিতে ঢাকায় জামায়াতে আমির

অভিযুক্ত ফয়সাল

হাদিকে হত্যা: ভারতের কোথায় আছে অভিযুক্ত ফয়সাল?

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ

ওসমান হাদি হত্যাকাণ্ডে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ

বিজিবি

পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছে বিজিবি : প্রধান উপদেষ্টা

লন্ডনের উদ্দেশ্যে রওনা

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা

২০০ বছরের লড়াই

ভারত ও আ.লীগকে নিয়ে যা বললেন হাদির বোন মাসুমা

নিরাপত্তা জোরদার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার

নিরাপত্তা জোরদার

মেট্রোরেলের দুই স্টেশনে নিরাপত্তা জোরদার

জানাজা

ওসমান হাদির মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.