জুমবাংলা ডেস্ক : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সহকারী পুলিশ সুপারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামে গোয়ালঘরের কাঠের গ্রিল কেটে তিনটি গরু চুরি হয়েছে। এই তিনটি গুরুর আনুমানিক মূল্য এখন দেড় লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত যে কোনো সময় এ চুরি সংঘটিত হয়।
জানা যায়, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার এএসপি (রাউজান রাঙ্গুনিয়া) মো. আনোয়ার হোসেন শামীমের পৈতৃক বাড়ি খাগড়াছড়ি জেলাধীন সিংহপাড়া গ্রামে। বাড়িতে তার বাবা-মা ছাড়াও পরিবারের আরও বেশ কজন সদস্য থাকেন।
তবলছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আহম্মেদ কামাল গণমাধ্যমকে বলেন, শুধু একজন এএসপির পিতা হিসেবেই নয়, একজন পরোপকারী ও ভালো মানুষ হিসেবে মান্নান আংকেল পুরো খাগড়াছড়ি জেলায় এক নামে পরিচিত। তার বাড়িতে চুরির ঘটনা ন্যাক্কারজনক।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম কোনো মন্তব্য করতে রাজি হননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।