বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন মানেই বাড়তি উন্মাদনা। নতুন সিরিজের লঞ্চ নিয়ে মানুষ যতটা আগ্রহী, পরের সিরিজে কী হবে তা নিয়েও আগ্রহ বাড়ছে।
২০০৭ সালের ৯ জানুয়ারি স্টিভ জোবসের হাত থেকে লঞ্চ হয়েছিল প্রথম আইফোন। বর্তমানে আইফোন ৪জি হলেও সেটি ছিল ২জি।
সম্প্রতি একটি প্রথম প্রজন্মের আইফোন বিক্রি হয়েছে ৬৬ লাখ টাকায়। আইফোনটি ১৬ বছর ধরে একটি বাক্সে লক করা ছিল। ফোনের প্যাকেজও খোলেননি ফোনের মালিক। সেই ফোনের দাম নতুন আইফোনের দামকে ছাড়িয়ে গেছে।
এর আগে কোনো আইফোন এত দামে বিক্রি হয়নি। আমেরিকার একটি নিলাম ঘর থেকে ফোনটি কেনা হয়েছে ৬৩ হাজার ৩৫৬ ডলারে। যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ লাখ ৩৮ হাজার টাকা।
জানা যায়, প্রথম প্রজন্মের একটি আইফোন ৩৫,০০০ ডলারে বিক্রি হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ ৫৪ হাজার টাকা। আইফোনটি তৈরির ১৫ বছর পরে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি নিলামে বিক্রি হয়েছিল। নিউ জার্সির একজন ট্যাটু আর্টিস্ট সম্প্রতি নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি আইফোনের মালিক। তার নাম ক্যারেন গ্রিন।
কিন্তু ক্যারেন ফোনটি কেনেননি। ক্যারেন ২০০৭ সালে তার প্রিয়জন ফোনটি উপহার দিয়েছিলেন। ক্যারেন সবেমাত্র চাকরি পেয়েছে। ফোন ছিল সেই সাফল্যের পুরস্কার। কিন্তু আইফোনের বাক্স খুলতে পারেননি ক্যারেন। মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে তিনি ফোনটি ব্যবহার করতে পারেননি বলে জানিয়েছে সেই নিলাম ঘর।
নিউ জার্সির ভেরিজন ফোন লাইন নেটওয়ার্ক সার্ভিস কোম্পানির সাথে ক্যারেনের একটি দীর্ঘমেয়াদী চুক্তি ছিল। সেই সময়ে আইফোন শুধুমাত্র ‘এটি অ্যান্ড টি’ টেলিকম পরিষেবার মাধ্যমে পাওয়া যেত। ফোনে নেটওয়ার্ক না থাকলে ফোন দিয়ে কী লাভ! এই ভেবে ফোন খুললেন না ক্যারেন। তারপর থেকে এটি নতুন অবস্থায় বক্স করা হয়েছে।
আইফোনের মালিক ক্যারেন অবশ্য প্রথমে ফোনটি নিলামে তোলার কথা ভাবেননি। বরং অনেক আগেই বিক্রি করে দেবেন ভেবেছিলেন। কারণ ট্যাটু স্টুডিও তৈরি করতে তার অর্থের প্রয়োজন ছিল। কিন্তু কয়েক বছর আগে, তিনি জানতে পেরেছিলেন যে তার মতো একটি প্রথম প্রজন্মের আইফোন নিলামে ৪০ হাজার ডলার পেয়েছে। এর পরে, ক্যারেন সিদ্ধান্ত নেন যে তিনি আইফোনটি বিক্রি না করে আরও কয়েক দিন অপেক্ষা করবেন এবং তার ফোনটিও নিলাম করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।