এক আমের দামই ২ লাখ, বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকির চাষ এবার যেখানে
আন্তর্জাতিক ডেস্ক: আম ছাড়া গ্রীষ্মকাল যেন অসম্পূর্ণ! খাবারের প্রধান তালিকা থেকে ডেজার্ট পর্যন্ত, ফলের রাজা আম ভারতীয় রান্নাঘরে বিভিন্ন উপায়ে ব্যবহার করা হয়। এই মৌসুমি ফলের সুগন্ধ আরও বেশি পছন্দ করে সকলে। আমের মৌসুমে আম কিনতে মরিয়া সকলেইভ। কিন্তু, আপনি কি আপনার লোভ মেটানোর জন্য বিশ্বের সবচেয়ে দামি আম কিনতে প্রস্তুত যা আসলে জাপান থেকে আসে? হ্যা, এই আমের নাম মিয়াজাকি।
বিশ্বের সব থেকে দামি আম এবার ভারতের মালদহে চাষ হতে চলেছে। বিশ্ববাজারে এই আম প্রায় দুই লক্ষাধিক টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। জাপানের এই দামি আমের মিয়াজাকি এবার পশ্চিমবঙ্গের আমের জেলায় বানিজ্যিকভাবে চাষ করার উদ্যোগ নিয়েছে কৃষি দপ্তর।
মালদহের ইংরেজবাজার ব্লকে এই আমের বাগান তৈরির পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সুদূর জাপান থেকে নিয়ে আসা হচ্ছে মিয়াজাকি আমের চারাগাছ। আগামী এক সপ্তাহের মধ্যেই মালদহে পৌঁছাবে লাখ টাকা দামি আমের চারাগাছ। আমের জন্য বিখ্যাত মালদহ । স্বাদে গন্ধে অতুলনীয় মালদহের একাধিক প্রজাতির আমের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। একশ’টির বেশি প্রজাতির আম চাষ হয় মালদহে। তবে লাখ টাকার আম নেই মালদহে।
এবার সেই আশা পূরণ হতে চলেছে জেলার আমচাষীদের। জাপানের লক্ষটাকা দামের মিয়াজাকি এবার চাষ শুরু হচ্ছে জেলায়। ইংরেজবাজার ব্লক কৃষি দপ্তর কর্মকর্তা ডক্টর সেফাউর রহমানের উদ্যোগেই মূলত এই প্রচেষ্টা। এক বেসরকারি এজেন্সির মাধ্যমে জাপান থেকে এই গাছের চারা নিয়ে আসা হচ্ছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, মোট ৫০টি গাছের চারা নিয়ে আসা হচ্ছে। এক একটি গাছের চারার দাম পড়েছে ভারতীয় টাকায় প্রায় এক হাজার টাকা। কৃষি দপ্তরের কর্তারা পরিকল্পনা করেছেন, এই গাছগুলো থেকে কলম পদ্ধতিতে আগামীতে চারা তৈরি করা হবে। মালদহে বাড়ানো হবে চাষ। মিয়াজকি আম দেখতে অনেকটা ডাইনোসরের ডিমের আকৃতির। এই আমের রং সাধারণ আমের মত নয়। এই আমের রং বেগুনি। তবে পাকলে লাল রঙের হয়। জানা গেছে, জাপান থেকে এই আম ব্রান্ডেড করে বিশ্ববাজারে বিক্রি করা হয়। ভারতীয় টাকায় প্রায় দুই লক্ষ টাকা কেজি দরে বিক্রি হয় এই আম। একটি আমের ওজন সর্বোচ্চ ৩৫০ গ্রাম পর্যন্ত হয়।
বর্তমানে শুধু মাত্র জাপান নয়, এই আম এশিয়ার একাধিক দেশে চাষ হচ্ছে। থাইল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশে চাষ হচ্ছে। এমনকি ভারতবর্ষেও এই আমের চাষ শুরু হয়েছে। ভারতে প্রথম মধ্যপ্রদেশের এক কৃষক এই আমের চাষ শুরু করেন। মালদহে এই আমের চাষ সফল হলে অর্থনৈতিক চাঙ্গা হবে জেলার। স্থানীয় বাজারে লক্ষ টাকা দরে বিক্রি না হলেও কয়েক হাজার টাকায় বিক্রি হবে। তবে এই আম চাষের মূল উদ্দেশ্য বিশেষ রপ্তানি করা, এমনটাই জানিয়েছে কৃষি দপ্তর। মিযাজাকি ছাড়াও সারা বিশ্বে পাওয়া অন্যান্য দামি আমের মধ্যে রয়েছে কোহিতুর, যেটি ভারতের সবচেয়ে দামি আমগুলোর মধ্যে একটি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মায় এই আম এবং প্রতি পিস ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া / নিউজ ১৮
এবার বরই চাষে রড মিস্ত্রি লিটনের বাজিমাত! দেখছেন দিনবদলের স্বপ্ন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।