জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফে এক জালেই ধরা পড়েছে ২০০ লাল কোরাল। উপজেলার শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার আতাউল্লাহর ফিশিং ট্রলারে মাছগুলো ধরা পড়ে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে জেলেরা সাগর থেকে মাছ নিয়ে কূলে ফিরলে স্থানীয় লোকজন মাছগুলো দেখতে ভিড় জমায়।
ফিশিং ট্রলারের মালিক আতাউল্লাহ বলেন, ‘গতকাল সোমবার ফিশিং ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়।
সেখানে মাঝিমাল্লারা জাল তুলে দেখতে পায় জালে প্রচুর লাল কোরাল ধরা পড়েছে। ২০০ কোরাল মাছের ওজন হয়েছে প্রায় ১৫ মণ। বেশির ভাগ মাছের ওজন তিন থেকে পাঁচ কেজি। প্রতি মণ ২০ হাজার টাকা হিসেবে তিন লাখ টাকায় একজন ব্যবসায়ীর কাছে মাছগুলো বিক্রয় করা হয়। ’
তিনি আরো বলেন, ‘কয়েক দিন আগেও দুটি ফিশিং বোটে ২১৫টি লাল কোরাল ধরা পড়েছিল। এ নিয়ে টানা তিন ট্রিপে আমার দুটি ফিশিং বোটে প্রায় ১০ লাখ টাকার ৪১৫টি লাল কোরাল পাওয়া যায়। ’
ফিশিং বোটের মাঝি আব্দুর রশিদ জানান, দীর্ঘদিনের মাছ ধরার অভিজ্ঞতায় আবহাওয়া ও মৌসুম হিসাব করে সাগরের একটি জায়গায় জাল ফেলার টার্গেট ঠিক করি। জাল ফেলার পরই দেখতে পাচ্ছি ঝাঁকে ঝাঁকে লাল কোরাল জালে আটকা পড়ছে। পরে জাল তুলে এত বেশি মাছ দেখে জেলেরা খুশিতে আত্মহারা।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে জেলেরা সাগরে গিয়ে কোরালসহ প্রচুর মাছ নিয়ে ফিরছেন, এটি নিষেধাজ্ঞার সফলতা। দেশব্যাপী কোরাল মাছের কদর রয়েছে। বাজারে প্রতি কেজি মাছ ৫০০-৬০০ টাকায় বিক্রি হয়ে থাকে।
প্রসঙ্গত, লাল কোরাল একটি সামুদ্রিক সুস্বাদু মাছ। এটির বৈজ্ঞানিক নাম লুটজানাস ক্যাম্পেচেনাস। মাছের রং লালচে গোলাপি হয়ে থাকে। কক্সবাজার ও সেন্ট মার্টিনস পর্যটকদের কাছে এ মাছের বেশ কদর রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।