আন্তর্জাতিক ডেস্ক : বছরে ভারতে ক্যানসার আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ লাখেরও বেশি। প্রতি ১৫ ভারতীয়ের মধ্যে একজন মারা যান ক্যানসারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে এই সময়।
রিপোর্টে বলা হয়েছে, ২০১৮ সালে ভারতে নতুন করে ক্যানসার আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৬০ হাজার। প্রতি ১০ জন ভারতীয়ের মধ্যে একজন তার জীবনকালে ক্যানসারে আক্রান্ত হন। প্রতি ১৫ ভারতীয়ের মধ্যে একজন মারা যান ক্যানসারে।
বিশ্ব ক্যানসার দিবসের আগে এ বিষয়ক দু’টি রিপোর্ট প্রকাশ করে ডব্লিওএইচও’র ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি)।
একটি রিপোর্টে ক্যানসার বিষয়ক গবেষণায় জোর দেওয়া হয়েছে। অন্যটিতে প্রতিরোধের কথা উল্লেখ রয়েছে।
এই রিপোর্ট অনুযায়ী, ভারতে ২০১৮ সালে নতুন করে ১১ লাখ ৬০ হাজার জন ক্যানসারে আক্রান্ত হন। ওই বছর ক্যানসার নথিভুক্ত মৃত্যু সাত লাখ ৮৪ হাজার ৮০০ জন। আর পাঁচ বছরে ক্যানসার রোগী ২২ কোটি ৬০ লাখ।
ভারতে বেশ সচরাচর ছয়টি ক্যানসার হলো- স্তন ক্যানসার (১,৬২,৫০০), ওরাল ক্যানসার (১,২০,০০০), সার্ভিক্যাল ক্যানসার (৯৭,০০০), ফুসফুসে ক্যানসার (৬৮,০০০), পেটে ক্যানসার (৫৭,০০০) ও কোলোরেক্টাল ক্যানসার (৫৭,০০০)। নতুন ক্যানসার রোগীদের ৪৯ শতাংশই এই ছয়টি ক্যানসারে আক্রান্ত।
পুরুষদের ৫ লাখ ৭০ হাজার ক্যানসার আক্রান্তের মধ্যে ওরাল ক্যানসারের শিকার ৯২ হাজার, ফুসফুসের ক্যানসারে ভুগছেন ৪৯ হাজার, পেটের ক্যানসারে ৩৯ হাজার, কোলোরেক্টাল ক্যানসারে ৩৭ হাজার এবং ওসোফেগাল ক্যানসারের শিকার ৩৪ হাজার। পুরুষদের ৪৫ শতাংশই উল্লিখিত ক্যানসারে আক্রান্ত।
একই বছরে ক্যানসার আক্রান্ত নারীর ৫ লাখ ৮৭ হাজার। এর মধ্যে স্তন ক্যানসারেই সব থেকে বেশি আক্রান্ত ১ লাখ ৬২ হাজার ৫০০ জন। সার্ভিক্যাল ক্যানসারের শিকার ৯৭ হাজার, ডিম্বাশয়ের ক্যানসারে ৩৬ হাজার, ওরাল ক্যানসারে ২৮ হাজার এবং কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত ২০ হাজার। সব মিলিয়ে ৬০ শতাংশই উল্লিখিত ক্যানসারে আক্রান্ত।
রিপোর্টে আরও বলা হয়েছে, মাথা, ঘাড় ও মুখের ক্যানসারের অন্যতম কারণ তামাকজাত দ্রব্য। নিম্ন আর্থসামাজিক অবস্থার কারণে বাড়ছে সার্ভিক্যাল ক্যানসার। স্থূলতা ক্যানসার ডেকে আনে।
স্তন ও কোলোরেক্টাল ক্যানসারের অন্যতম কারণ স্থূলতা, কায়িক শ্রম কম করা এবং বর্তমান জীবনধারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।