আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ এক বছরের বেশি সময় পর এই প্রথম বোমা বিস্ফোরণের ভয় ছাড়া রাত পার করেছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতির আগে তারা প্রতিদিন রাতে ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলার আতঙ্ক নিয়ে সময় পার করতেন। কারণ এসব বোমা যে কোনো মুহূর্তে কারো মাথায়, বাড়িঘর কিংবা আশ্রয় শিবিরে আঘাত হানত। খবর আল জাজিরা
গতকাল রোববার (১৯ জানুয়ারি) নির্ধারিত সময়ের মধ্যেও যখন যুদ্ধবিরতি কার্যকর হচ্ছিল না, তখন ফিলিস্তিনিদের মধ্যে এক অনিশ্চয়তা দেখা দেয়। তবে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে যখন যুদ্ধবিরতি কার্যকর হতে শুরু করে তখন অনেকের মাঝে স্বস্তি নেমে আসে।
ফিলিস্তিনিরা আশ্রয় শিবির ছেড়ে তাদের নিজস্ব এলাকায় ছুটে যায়। তারা যে বাড়িগুলো ব্যবহার করেছে তার কি অবস্থা হয়েছে তা খতিয়ে দেখেন তারা। এছাড়া যুদ্ধের সময় ছেড়ে যাওয়া অবস্থার স্মৃতি চারণ করেন অনেক।
কিন্তু তারা ফিরে এসে ফেলে যাওয়া বাড়িঘরের কোনো কিছুই খুঁজে পায়নি। ইসরায়েলি হামলায় সব নিশ্চিহ্ন হয়ে গেছে। দীর্ঘ ১৫ মাসের হামলায় গাজা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
দীর্ঘ ১৫ মাসের মধ্যে ২০২৩ সালের ডিসেম্বরে সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতি ছাড়া গাজাবাসীরা আর কোনো সুযোগ পায়নি। ওই এক সপ্তাহ তারা কোনো ধরনের বোমা হামলা ছাড়া রাতগুলো পার করেছিল। যুদ্ধবিরতি হলেও বোমা হামলার শব্দগুলো তাদের মনে এখনও আতঙ্ক ছড়াচ্ছে।
যুদ্ধবিরতির প্রথম দিনেই সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক ঢুকলো গাজায়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।