বিনোদন ডেস্ক : ২০১২ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা নাম লিখে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু হয় পিয়া বিপাশার। বর্তমানে নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন পিয়া বিপাশা। এর মধ্যে দ্বিতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলাদেশের এই তারকা মডেল ও অভিনেত্রী।
আসছে বছর ইউরোপের একজন আর্মি পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার। বিয়ে করে সেখানেই স্থায়ী হবেন, এমনটাই গুঞ্জন। তবে বরাবরই প্রথম বিয়ে নিয়ে চুপ ছিলেন পিয়া বিপাশা।
শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এক শোতে এসে নিজের প্রথম বিয়েকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন পিয়া বিপাশা।
তিনি বলেন, ছোট ছিলাম, বিয়ের বিষয়টা একটা ভুল সিদ্ধান্ত ছিলো। আঠারো বছরের আগে কারো বিয়ে করা উচিত না। অথচ যখন আমার বাচ্চা হয়, তখন আমার বয়স ছিলো মাত্র ষোল বছর!
শোবিজ নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে পিয়া বলেন, আমি যখন ২০১২ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতায় ছিলাম, তখন কিন্তু আমার মেয়ে আছে বিষয়টি কেউ জানতো না। যখন এই রিয়েলিটি শো শেষ হয়, এবং মডেলিংয়ে যোগ দেই তখন মেয়ে আছে খবরটি প্রকাশ করি। তখন কিন্তু সিনিয়র মডেলরাও আমাকে ‘বাচ্চার মা’ বলে হাসাহাসি করেছে। ‘এক বাচ্চার মা আসছে’ বা ‘বাচ্চার বাবার ঠিক নেই’-এরকম কথা আমি বহুবার শুনেছি।
তবে আত্মবিশ্বাসী বিপাশা বলেন, যে মানুষগুলো আমাকে ঘৃণা করতো, আমাকে নিয়ে হাসাহাসি করতো সেই মানুষগুলোই এখন আমাকে অনেক রেসপেক্ট করে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.