বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিভিন্ন সংস্থা তাদের বৈদ্যুতিক গাড়ি তৈরিতে আনছে নিত্যনতুন ফিচার্স। এবার এক বোতামেই চলবে বাইকের সমস্ত যন্ত্র। এবার এমনই এক বাইক আনতে চলেছে ভারতের আহমেদাবাদের সংস্থা ম্যাটার অ্যারা (Matter Aera)। এবার তাদের তৈরি বাইকে ইন্টারনেট অফ থিংস (IoT) দিতে সংস্থার সঙ্গে হাত মেলাল ভারতের অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল। জানা গিয়েছে, এই সংস্থার সমস্ত বৈদ্যুতিক বাইকে যোগ হতে চলেছে অ্যাডভান্স ই-সিম প্রযুক্তি।
সংস্থা জানিয়েছে, প্রথম পর্যায়ে ভারত জুড়ে ৬০,০০০ বৈদ্যুতিক মোটরসাইকেল উৎপাদন করার পরিকল্পনা নিয়েছে সংস্থা। আগামী ৩ বছরের মধ্যে ৩,০০,০০০ বৈদ্যুতিক মোটরসাইকেল উৎপাদন করার পরিকল্পনা গ্রহণ করেছে সংস্থা। এই নতুন ফিচার্সের মাধ্যমে আরও ভালোভাবে মোটর বাইকটিকে ব্যবহার করতে পারবে গ্রাহক৷ বাড়িতে আসে মোবাইল চলে আসবে সমস্ত তথ্য। এই বাইকের ফিচার্স ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
এটি হতে চলেছে ভারতের প্রথম ৪ স্পীড গিয়ারবক্স যুক্ত মোটরসাইকেল। এতে রয়েছে ৫ kwh ব্যাটারি। ৫ ঘন্টা সম্পূর্ণ চার্জ হওয়ার পর ১২৫ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এছাড়া রয়েছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)। দুই চাকাতে রয়েছে ডিস্ক ব্রেক। LED হেডলাইট, টেল ল্যাম্প, টার্ন সিগন্যাল রয়েছে। এর সঙ্গে যোগ করা হয়েছে আরও একাধিক ফিচার্স। যেমন অ্যান্ড্রয়েড সফটওয়্যার, ৭ ইঞ্চি LCD স্ক্রিন, এমার্জেন্সি নোটিফিকেশন।
এছাড়া 4G কানেক্টিভিটি, ফাস্ট চার্জিং, 3GB র্যাম, রিয়েল টাইম ব্যাটারি স্টেটাস। গত ১৭ই মে থেকে শুরু হয়েছে এটির বুকিং। ৪০,০০০ বেশি মানুষ বাইকটি বুকিং করেছেন। ই-কমার্স সাইট ফ্লিপকার্টেও আপনি বুক করতে পারবেন। এটির দাম হতে পারে ভারতীয় মুদ্রায় ১.৭৪ লাখ টাকা থেকে ১.৮৪ লাখ টাকা। ৫টি রঙে বাজারে উপলব্ধ রয়েছে বাইকটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।