Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home এক লাফে বাংলা কারের দাম কমলো যত লাখ টাকা
    অর্থনীতি-ব্যবসা

    এক লাফে বাংলা কারের দাম কমলো যত লাখ টাকা

    ronySeptember 7, 2022Updated:September 7, 20224 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: বাংলাদেশের একমাত্র দেশীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাংলা কারস লিমিটেডের একটি নির্দিষ্ট মডেলের গাড়ির দাম কমালো ৮ লাখ টাকা। নতুন মডেলের ৩৮ লাখ টাকার গাড়ি আগামী মাসে ৩০ লাখ টাকায় বিক্রি করবে হোসেন গ্রুপের সহযোগী এই প্রতিষ্ঠানটি। হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান। বাংলা ট্রিবিউন-এর প্রতিবেদক গোলাম মওলা-র প্রতিবেদনে ‍উঠে এসেছে।

    তিনি বলেন, বাংলা কার দেশের বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিমাসে গড়ে ২০ থেকে ২৫টি গাড়ি বিক্রির অর্ডার আসছে।

    তিনি উল্লেখ করেন, দেশীয় ডিজাইনে গাড়ি ম্যানুফ্যাচার করলেও জাপানিজ ইসুজু ইঞ্জিন, চায়না বডি ও ইন্দোনেশিয়ার চেসিস দিয়ে গাড়িগুলো তৈরি। এ পর্যন্ত প্রায় ২০০টির মতো বিভিন্ন মডেলের গাড়ি হস্তান্তর হয়েছে। নারায়ণগঞ্জের পঞ্চবটিতে নিজস্ব কারখানায় নিজস্ব নকশায় মাসে অন্তত ৩০টি গাড়ি তৈরি করছে বাংলা কারস লিমিটেড। যে গাড়িগুলোর ইঞ্জিনে লেখা ‘মেইড ইন বাংলাদেশ’। অচিরেই রফতানি হবে বিশ্বের বড় বড় শহরে।

    এর আগে জাকির হোসেন জানিয়েছিলেন দেশের বাজারে চলতি বছরে আট লাখ টাকা দামের বাংলা কার বিক্রি শুরু হবে। কিন্তু ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে ১২ লাখ টাকার নিচে কোনও গাড়ি নামানো সম্ভব হবে না। তবে ডলারের বাজার স্বাভাবিক হয়ে আসলে আবার আট লাখ থেকে ১০ লাখ টাকায় বিক্রি হবে।

    জাকির হোসেন বলেন, যে কোনও করপোরেট প্রতিষ্ঠান ১০০ গাড়ির অর্ডার দিলে আমরা তাদের তিন মাসের মধ্যে ডেলিভারি দিতে পারি। অর্থাৎ মাসে একই মডেলের ৩০টি গাড়ি বানানো সম্ভব।

    তিনি জানান, আগামী অক্টোবর মাস থেকে বিভিন্ন মডেলের গাড়ি ছাড়াও লরি, ট্রাক ও পিকআপ তৈরির কাজ শুরু হবে।
    বাংলা কারে
    আট লাখ টাকা দাম কমানোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, এখন যে গাড়ি আমরা ৩৫ লাখ টাকা বিক্রি করছি, সেই একই মডেলের গাড়ি ৩০ লাখ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ডলারের মূল্য বৃদ্ধি ও কাঁচামাল আমদানির বিপরীতে এই গাড়ির খরচ এখন প্রায় ৩৮ লাখ টাকার মতো পড়ছে। কিন্তু করপোরেট প্রতিষ্ঠানগুলোর চাহিদার কথা বিবেচনা করে আট লাখ টাকা কমে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তিনি বলেন, আগে ব্যক্তিগত গাড়ি বেশি বিক্রি হলেও এখন করপোরেট প্রতিষ্ঠানগুলো আমাদের কাছ থেকে বেশি গাড়ি কিনছেন।

    যে কারও জন্য ব্যাংক ঋণে বাংলা কার নেওয়ার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাত্র সাত শতাংশ সুদে ঢাকা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ঝামেলা ছাড়াই এই গাড়ি কেনা যাবে। এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি হয়েছে। ট্রাক, বাস, লরি ও পিকআপ গাড়িও ব্যাংক ঋণে কেনা যাবে বলে জানান তিনি। ১২ লাখ টাকা এমনকি ৫০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক থেকে নেওয়ার সুযোগ আছে। তিনি বলেন, ব্যাংক ঋণে যে কোনও নতুন মডেলের গাড়ি কিনতে চাইলে এক মাসের মধ্যে গাড়ি কেনা যাবে।

    গাড়ির বেচা বিক্রি প্রসঙ্গে তিনি বলেন প্রাইভেট সেল বা ব্যক্তিগত গাড়ি বিক্রি আগের চেয়ে কমে গেছে। তবে করপোরেট সেল আগের চেয়ে বেড়েছে। তিনি উল্লেখ করেন, শুরুর দিকে ৬০ শতাংশ গ্রাহক ছিল ব্যক্তিগত গাড়ির ক্রেতা। যাদের বেশিরভাগই প্রথমবারের মতো গাড়ি নিতেন। আর ৪০ শতাংশ ছিল করপোরেট প্রতিষ্ঠানের। কিন্তু বৈশ্বিক সমস্যার কারণে যখন গাড়ির দাম বেড়ে যাচ্ছিলো তখন অনেকেই ব্যক্তিগত গাড়ি কেনা কমিয়ে দিয়েছেন। বর্তমানে ৭০ শতাংশই করপোরেট প্রতিষ্ঠানের গাড়ির ওয়ার্ক অর্ডার পাচ্ছি। আর ২৫ থেকে ৩০ শতাংশ অর্ডার আসছে ব্যক্তিগত।

    গত কয়েক মাসে ১৬০টি গাড়ি বিক্রির একটি পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, যেখানে ১০০টি গাড়ি নিয়েছেন ব্যক্তিগত ব্যবহারের জন্য। বাকি ৬০টি গাড়ি বিক্রি করেছেন করপোরেট প্রতিষ্ঠানের কাছে।

    কিন্তু এখন পরিস্থিতি ঠিক উল্টো। দেখা যাচ্ছে ১৫০টি গাড়ির মধ্যে ১০০টির ওয়ার্ক অর্ডার এসেছে করপোরেট প্রতিষ্ঠান থেকে। আর ৫০টি গাড়ির অর্ডার এসেছে ব্যক্তিগত।

    জাকির হোসেন বলেন, চার কোটি টাকা খরচ করে যে গাড়ি বাইরে থেকে আনা যায়, সেই গাড়ির সব সুযোগ-সুবিধাও মিলবে ‘বাংলা কার-এ। মার্সিডিজ-বিএমডব্লিউ গাড়ির গ্রাহকরা যে সুবিধা পান বাংলা কার-এ তা মিলবে মাত্র ৩০ লাখ টাকায়।

    কোটি টাকা দামের নতুন গাড়ি আমরা দিচ্ছি ৩০ লাখ টাকায়। ক্রেতাদের পাঁচ বছরের জন্য কোনও চিন্তা করতে হবে না। ব্র্যান্ড নিউ বাংলা কারে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকছে। গাড়িগুলো ডিএফএসকে গ্লোরি মডেলভিত্তিক, যা ইতোমধ্যে বাজারে রয়েছে। একশ’টিরও বেশি ভয়েস কমান্ডসহ একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ভার্চুয়াল সহকারী রয়েছে। মাল্টিমিডিয়া কনসোল কন্ট্রোলার দ্বারা চালিত একটি ৯ ইঞ্চি ইন্টারফেসের ইনফোটেইনমেন্ট ডিসপ্লে আছে। সহজ সংযোগের জন্য একটি নেভিগেশন সিস্টেম ও ইউএসবি পোর্ট আছে।

    সাত আসনের গাড়িতে প্রথম ও দ্বিতীয় সারিতে পা রাখার যথেষ্ট জায়গা রয়েছে। তৃতীয় সারিটি শিশুদের জন্য স্বাচ্ছন্দ্যে ব্যবহারযোগ্য। এসইউভিতে আছে একটি সমৃদ্ধ অডিও সিস্টেম।

    এছাড়া ৩৬০ ডিগ্রি পার্কিং ক্যামেরাসহ টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এবং পার্কিং সেন্সর রয়েছে। দুই স্তরবিশিষ্ট প্যানোরামিক সানরুফও আছে। তিনি বলেন, ২০২১ সালের মে মাস থেকে অর্ডার নেওয়া শুরু করেছি। এ পর্যন্ত ১৯৮টি গাড়ি হস্তান্তর হয়েছে।

    যমুনায় জেলের বড়শিতে ধরা পড়লো ১৮ কেজির বিশাল বোয়াল

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অর্থনীতি-ব্যবসা এক কমলো কারের টাকা দাম, প্রভা বাংলা যত লাখ লাফে
    Related Posts

    ইসলামী ব্যাংকের সঙ্গে ড্যাফোডিল কম্পিউটারস-এর চুক্তি

    July 3, 2025

    বার্ষিক রপ্তানী বাড়লেও কমেছে জুনে

    July 3, 2025
    Bangladesh bank

    মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা

    July 3, 2025
    সর্বশেষ খবর
    iQOO

    বাজারে আসছে iQOO 15 Ultra এবং iQOO 15, লিক হল ডিটেইলস

    বিগ বিউটিফুল বিল

    পাস হওয়ার একদিন পরই আইনে পরিণত হলো ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’

    পরিবেশ বান্ধব জীবনধারা

    পরিবেশ বান্ধব জীবনধারা: আপনার শুরু করার সহজ উপায়

    ঘরোয়া মাস্ক

    ঘরোয়া মাস্ক দিয়ে মুখ ফর্সা: প্রাকৃতিক সৌন্দর্যের সহজ ও সাশ্রয়ী রাস্তা!

    বিয়ের রহস্য

    সফল বিয়ের রহস্য: চিরসুখী দাম্পত্যের সেই গোপন মন্ত্র যা জানা থাকলে বদলে যায় সবকিছু

    বাংলাদেশ ও নেপালের বন্ধুত্ব

    বাংলাদেশ ও নেপালের বন্ধুত্ব গভীর করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: নেপাল রাষ্ট্রদূত

    মিড ডে মিল

    ৩১ লাখ শিশু শিক্ষার্থীর ‘মিড ডে মিল’ পেতে অপেক্ষা বাড়লো

    আদর্শ দৈনন্দিন কাজের রুটিন

    আদর্শ দৈনন্দিন কাজের রুটিন: সফলতার গোপন চাবিকাঠি

    যুব ও ক্রীড়া উপদেষ্টা

    জুলাইয়ে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের: যুব ও ক্রীড়া উপদেষ্টা

    ফেজার ভি ২

    নতুন মোড়কে ইয়ামাহার ‘ফেজার ভি ২’ আনলো এসিআই মোটরস

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.