স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সফর শেষ করে আজ সকালে দেশে ফিরেছে টাইগাররা। মঙ্গলবার রাতে শেষ ম্যাচে বাংলাদেশ জয় পায় ৩২ রানে। ম্যাচ শেষে মিরাজ-সাব্বিরের প্রশংসা করেছেন বাংলাদেশ দলের ব্যাটিং পরার্মক জেমি সিডন্স।
ওপেনারদের সম্পর্কে সিডন্স বলেন, ‘সাব্বির ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আজকে সে একটি শটেই (ছক্কা মেরেছে) দেখিয়ে দিয়েছে, ব্যাট হাতে সে কী করতে পারে। আমরা এমন কিছু আরো বেশি দেখতে চাই। ’
আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ওপেনার মিরাজ খেলেছেন ৪৬ রানের ইনিংস। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত ব্যাটিং কোচ, ‘মিরাজ বেশ ভালোভাবে এগিয়ে এসেছে। ওর আত্মবিশ্বাস এখন উঁচুতে। টেস্ট ও ওয়ানডেতে আমি ওকে ভালো ব্যাট করতে দেখেছি। সে এখন যা করছে, সেটা যে সে পারবে আমি জানতাম। এখন শুধু ওকে বাড়তি লাইসেন্স দেওয়া হয়েছে টপঅর্ডারে নেমে শট খেলার। সে দুর্দান্ত করছে। ’
টানা ৩৫ ম্যাচে অপরাজিত: ব্রাজিল-স্পেনের যে রেকর্ডে ভাগ বসাল আর্জেন্টিনা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।