বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনেক সময় দেখা যায় ফোনে ১% চার্জ দিয়েও অনেকক্ষণ ফোনটি চলছে। এমনটা কেন হয় তা অনেকেই বুঝতে পারেন না। আদতে অবাক হওয়ার কিছুই নেই। আপনার ফোন কখনই চার্জ শেষ করে না। চার্জ ফুরিয়ে যায় না বরং মোবাইল আলাদাভাবে কিছু চার্জ জমা করে রাখে। ফোন বন্ধ থাকলেও ভেতরে কিছু কাজ প্রক্রিয়াধীন রাখতে হয়। তাছাড়া একেবারে চার্জ চলে গেলে আপনার ফোনেরই ক্ষতি।
তবে অনেকেই নিয়মিত মোবাইলের চার্জ একেবারে ক্ষয়ে ফেলেন। ফোন বন্ধ হয়ে যাওয়ার পর তারা চার্জ দেন। এমনটা করলে আপনার ব্যাটারির আয়ু অনেক কমতে থাকে। ব্যাটারির আয়ু কমা মানে আপনার ফোন চালানোর ক্ষেত্রেও সমস্যা। প্রসেসরে যদি ব্যাটারি ভালোমতো পাওয়ার দিতে না পারে তাহলে আপনার ফোন ধিরগতির হয়ে যাবে। তাই নিয়মিত ফোন চার্জ দিন।
তবে ব্যাটারিকে ফুল চার্জ না দেওয়াই ভালো। ৯০ শতাংশ চার্জ হলেই আনপ্লাগ করে নিন। আবার ২০ শতাংশের নিচে চার্জ নামতে দিবেন না। তবেই আপনার ব্যাটারি থাকবে ভালো। ফোনের পারফরমেন্সেও কোনো সমঝোতা করতে হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।