জুমবাংলা ডেস্ক : তফশিল অনুযায়ী দেশের ২য় ধাপের ইউপি নির্বাচনে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ১১ নভেম্বর বৃহস্পতিবার । রবিবার (১৭ অক্টোবর) ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। উৎসব মুখর পরিবেশে তিন জন রিটার্নিং অফিসারের নিকট চেয়ারম্যান, সাধারণ সদস্য, এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩ শত ৮৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৭ টি ইউনিয়নের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ২ টি বাংলাবান্ধা এবং তিরনই হাট ইউপিতে, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গির আলম দুইটি তেতুঁলিয়া সদর ও শালবাহান ইউপি এবং উপজেলা নির্বাচন অফিসার আলী হোসেন তিনটি বুড়াবুড়ি, ভজনপুর এবং দেবনগড় ইউপিতে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
চেয়ারম্যান পদে ৩৩ জন এদের মধ্যে আওয়ামীলীগের সাত জন, জাকের পার্টির দুইজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে তিন জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২১ জন, এছাড়াও সাধারন ইউপি সদস্য পদে ২ শত ৬১ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৯২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদিকে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে দুই সহোদর ভাই শেখ কামাল আওয়ামীলীগ দলীয় এবং স্বতন্ত্র হিসেবে কামরুজ্জামান কামু চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন।
তেতুঁলিয়া উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় আগামী বুধবার (২০ অক্টোবর) মনোনয়ন পত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে আগামি ২১ থেকে ২৩ অক্টোবর। আপিল নিস্পত্তি হবে আগামি ২৪ ও ২৫ অক্টোবর। আগামি ২৬ অক্টোবর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৯৭ হাজার ২ শত ২৭জন ভোটার তেতুঁলিয়া উপজেলায় এদের মধ্যে পুরুষ ৪৮ হাজার ৭ শত ১৬ জন নারী ভোটার ৪৮ হাজার ৫ শত ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে।
বাংলাবান্ধা ইউপিতে চেয়ারম্যান পদে তিন জন এদের মধ্যে আওয়ামীলীগের মাহবুবুল আলম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন স্বতন্ত্র হিসেবে মো. রাশেদ আলী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তিরনই হাট ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচ জন এদের মধ্যে আওয়ামীলীগের মো. দানিয়েল হোসাইন, জাকের পার্টির মো. রুবেল রানা, স্বতন্ত্র হিসেবে মো. আলমগীর হোসাইন, মো. আব্দুল মালেক, মো. আনোয়ার হোসাইন মনোনয়ন দাখিল করেছেন।
তেতুঁলিয়া সদর ইউপিতে চেয়ারম্যান পদে চারজন এদের মধ্যে আওয়ামীলীগের মাসুদ করিম সিদ্দিকি, আওয়ামীলীগের বিদ্রোহি উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইনসান আলী স্বতন্ত্র হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন রঞ্জু এবং স্বতন্ত্র হিসেবে জাহাঙ্গির আলম মনোনয়ন পত্র দাখিল করেছেন।
শালবাহান ইউপিতে চেয়ারম্যান পদে চারজন এদের মধ্যে আওয়ামীলীগের আশরাফুল ইসলাম, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সমাজকল্যান সম্পাদক সাইফুল ইসলাম, এবং স্বতন্ত্র হিসেবে উপজেলা বিএনপির সদস্য ফজলুর রহমান, আরেক স্বতন্ত্র প্রার্থী মতিয়ার রহমান মনোনয়ন দাখিল করেছেন।
বুড়াবুড়ি ইউপিতে চেয়ারম্যান পদে আটজন এদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য মো. শেখকামাল, তার ভাই স্বতন্ত্র হিসেবে কামরুজ্জামান কামু, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু মো. তারেক হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বুড়াবুড়ি ইউপি সভাপতি আবু তালেব, ইউনিয়ন বিএনপি নেতা রবিউল ইসলাম, এবং স্¦তন্ত্র হিসেবে বাদশা সোলায়মান, মো. আব্দুল হালিম, মো. সাজিয়ার রহমান মনোনয়ন দাখিল করেছেন।
ভজনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ লিটন, আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান মো. মকসেদ আলী স্বতন্ত্র প্রার্থী মো. মসলিমউদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সাধারন সম্পাদক মো. জাকির হোসেন মনোনয়ন দাখিল করেছেন।
দেবনগড় ইউপিতে চেয়ারম্যান পদে চারজন এদের মধ্যে আওয়ামীলীগের আবুল কালাম আজাদ ডাবলু, আওয়ামীলীগের বিদ্রোহী সোলেমান আলী, স্বতন্ত্র হিসেবে বিএনপি থেকে বর্তমান ইউপি চেয়ারম্যান মহসিনুল হক এবং আরেক স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম মনোনয়পত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর জানান স্বচ্ছ ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ন পরিবেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে আমরা বদ্ধপরিকর। এ ব্যাপারে নির্বাচন কমিশন আমাদের নির্দেশনা দিয়েছে। শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠিত করতে র্যাব পুলিশ ম্যাজিস্ট্রেট সহ আইনশৃংখলা বাহীনি মাঠে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।