বিনোদন ডেস্ক : দুই সুপারস্টার মুখোমুখি। ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে আমিরের ‘লাল সিং চাড্ডা’ ও অক্ষয় কুমারের ‘রক্ষাবন্ধন’। এককথায় মুখোমুখি জুজুধন দুপক্ষ। পর্দায় যখনই এসেছেন আমির তাঁর ম্যাজিক দেখিয়েছেন। তিনি বলিউডের পারফেক্টসনিশ্ট। একটা ছবি করতে অনেকটা সময় নেন আমির। তবে উলটো দিকে রয়েছেন অক্ষয়কুমারে বলিউডে সব থেকে বেশি ছবি তিনিই করেন। যদিও আমির ও অক্ষয়ের শেষ কয়েকটি ছবি একে বারে মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। যার মধ্যে রয়েছে আমিরের ‘থাগস অফ হিন্দুস্তান’। অন্যদিকে অক্ষয়ের বচ্চন পাণ্ডে থেকে ‘সম্রাট পৃথ্বীরাজ’ একের পর এক ফ্লপ তাঁর ঝুলিতে। এবার একই দিনে রিলিজ হতে চলেছে আমির-অক্ষয়ের।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই দুই ছবির অ্যাডভান্স বুকিং। প্রথম রাতেই প্রায় ৭৪ লাখ টাকার টিকিট বিক্রি হল ‘লাল সিং চাড্ডার’। অন্যদিকে খানিকটা পিছিয়ে রয়েছে অক্ষয়ের রক্ষাবন্ধন। প্রায় ৬৭ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। তবে তাই বলে এখনই কোন ধারণা করা যাচ্ছে না কোন দিকে যেতে চলেছে ট্রেন্ড। তবে ওই একই দিনে টলিউডেও বেশ অনেক গুলি ছবি মুক্তি রয়েছে। যার মধ্যে অন্যতম রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’। অরিন্দম শীল পরিচালিত ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’।
এদিকে লাল সিং চাড্ডা নিয়ে বির্তকের শেষ নেই। ইতিমধ্যেই বয়কট লাল সিং চাড্ডা টুইটারে ট্রেন্ডিং। আমির খানের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। দীর্ঘ সময় নিয়ে বাননো হয়েছে এই ছবি। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ঘুরে ঘুরে শ্যুটিং হয়েছে এই ছবির। এই ছবির তুর কালিয়াঁ’ ছবিটির একটি শট দীর্ঘতম শট সিকোয়েন্সগুলির মধ্যে অন্যতম। দীর্ঘ এই সিকোয়েন্সের শ্যুটিং করতে প্রায় দেড় মাস সময় লেগেছে।ছবিটি টম হ্যাঙ্কস অভিনীত Forest Gump থেকে অনুপ্রাণিত। হলিউডে নির্মিত এই ছবিতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল কিন্তু আমিরের লাল সিং চাড্ডায় রাখা হল না কোন ধরনের ঘনিষ্ঠ দৃশ্য। কিন্তু কেন বাদ দেওয়া হল এই সব দৃশ্য। আমিরের কথায়, “ভারতীয় দর্শকের কথা ভেবে আমাদের ছবিতে কিছু বদল এনেছি। হলিউডের ছবিটিতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। আমাদের ছবিতে সেগুলি আমরা রাখিনি। আমরা চাই মানুষ পুরো পরিবারের সঙ্গে আমাদের ছবি দেখুক।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।