একজনই লটারিতে জিতলেন ১.৩৫ বিলিয়ন ডলার

ডলারের রেট নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে মেগা মিলিয়ন লটারিতে ১.৩৫ বিলিয়ন ডলার জিতেছেন এক ব্যক্তি। জ্যাকপটের আয়োজকদের বরাতে রবিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার (১৩ জানুয়ারি) এই লটারির ড্র অনুষ্ঠিত হয়।

বিজয়ী টিকিট উত্তর-পূর্বাঞ্চলীয় মেইন রাজ্যে বিক্রি হয়েছিল। বিজয়ীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন আয়োজকরা।

মেগা মিলিয়নস কনসোর্টিয়ামের প্রধান পরিচালক ওহিও লটারি ডিরেক্টর প্যাট ম্যাকডোনাল্ড একটি বিবৃতিতে বলেছেন, ‘এটি মেগা মিলিয়নস ইতিহাসে চতুর্থ বিলিয়ন ডলারের জ্যাকপট।
ডলারের রেট নির্ধারণতিনি আরও জানান, ‘মেইন স্টেটকে লটারি জয়ের জন্য অভিনন্দন, এবারই প্রথম এই রাজ্য থেকে কেউ মেগা মিলিয়নস জ্যাকপট জিতেছে।’ লটারিতে জয়ী নম্বর ছিল ৩০-৪৩-৪৫-৪৬-৬১। লটারির টিকিট বিক্রিকারী প্রতিষ্ঠান থেকে জানা গেছে, একবারে অথবা ২৯ বছর ধরে ইন্সটলমেন্টের মাধ্যমে এ অর্থ নিতে পারবেন পুরস্কার বিজয়ী।

আল জাজিরা জানায়, মেগা মিলিয়ন জ্যাকপটের ২০ বছরের ইতিহাসে এটিই দ্বিতীয় বৃহত্তম পুরস্কার। এর আগে ২০১৮ সালের অক্টোবরে দক্ষিণ ক্যারোলিনায় এক ব্যক্তি ১.৫৩ বিলিয়ন ডলার জিতেছিলেন।

রেললাইন থেকে এবার হবে বিদ্যুৎ উৎপাদন