Advertisement
জুমবাংলা ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আটকে পড়া ৪৮ জন বাংলাদেশি যাত্রী ও একজনের মরদেহ নিয়ে দেশে ফিরেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪ টা ২০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৪ ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ইউএস-বাংলার ফ্লাইটে আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৬টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল দুটি ফ্লাইটে কলকাতা থেকে দেশে ফিরবে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



