বিনোদন ডেস্ক : সঞ্জয়লীলা বানশালির ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’তে অভিনয় করে এই মুহূর্তে তুমুল আলোচিত আলিয়া ভাট। ছবির একটি রোমান্টিক দৃশ্য কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সহ-অভিনেতা শান্তনু মহেশ্বরীর সঙ্গে গাঙ্গুবাঈরূপী আলিয়ার ভালোবাসা উপভোগের একান্ত মুহূর্তের দৃশ্যটি ফেসবুক-টুইটারে শেয়ার করে অনেকেই লিখেছেন, এমন প্রেমের মুহূর্ত যদি তাদের জীবনেও আসত! জীবন ধন্য হতো। দৃশ্যটিতে আলিয়া-শান্তনুর রসায়ন মুগ্ধ করেছে বিভিন্ন বয়সী নারী-পুরুষদের।
কিন্তু জানেন কি, এই দৃশ্যের শুটিংয়ে আলিয়ার হাতে ২০ বার চড় খেয়েছিলেন শান্তনু! দৃশ্যটিকে প্রাণবন্ত করার জন্য ২০ বার টেক নিয়েছিলেন আলিয়া।
হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপচারিতায় শান্তনু মহেশ্বরী বলেন, ‘চড় মারার সময় আলিয়া আমাকে কশিয়ে চড় মারতে পারছিলেন না। প্রায় ২০ বার দৃশ্যটা করেছি আমরা। আলিয়া খুব মিষ্টি স্বভাবের, চড় মারতে যেন সুবিধা হয় এ কারণে আমি আগেই তাকে চিন্তা করতে মানা করেছিলাম। ’
অভিনয় তো ঠিক আছে, কিন্তু ব্যথাটা তো সত্যি সত্যি পেয়েছেন শান্তনু? হেসে এই অভিনেতা বলেন, ‘অভিনেতা হিসেবে আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সহশিল্পী ও পরিচালকের সঙ্গে তাল মিলিয়ে চলা। দৃশ্যটি করার আগেই জানতাম আমাদের কী করতে হবে। প্রস্তুতির সময় ধীরে ধীরে স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে, মন থেকে সব দ্বিধা ঝেড়ে ফেলতে হবে। এমনকি একটি থাপ্পড়ও অভিনয়ের গুরুত্বপূর্ণ অংশ। চরিত্রের মধ্যে থাকা অবস্থায় যা ঘটে সেগুলোকে ব্যক্তিগতভাবে নেওয়া একেবারেই উচিত নয়। ’
শুক্রবার ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী ছবিটি প্রথম দিনে মোট ১০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। দ্বিতীয় দিনে ৩০ শতাংশ বেশি ব্যবসা করেছে। শনিবারের আয় ১৩ কোটি। মানে প্রথম দুদিনে মোট ২৩ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।