আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও কয়েকটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। একদিনে ইউক্রেনের সেনাদের ঘাঁটি লক্ষ্য করে ১৩৮টি বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। এদিকে, এর মধ্যেই ইউক্রেনের জন্য ৪২ কোটি ৫০ লাখ ডলারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
দুই বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মাঝে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধারের দাবি করলেও, মস্কোর সাম্প্রতিক লাগাতার আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে কিয়েভ।
বুধবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুগানস্কের আরও কয়েকটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দোনেৎস্ক অঞ্চলের ক্রাসনি ইয়ার এবং লুগানস্ক অঞ্চলের নেভসকোয়ে বসতি নিয়ন্ত্রণে নিয়েছে পুতিন বাহিনী।
গেল একদিনে (বুধবার পর্যন্ত) ইউক্রেনীয় বাহিনী ও তাদের ঘাঁটি লক্ষ্য করে ১৩৮টি বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। এরমধ্যে ১৭টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে কিয়েভ। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলের কুপিয়ানস্ক ও পোকরভস্কের দিকে লড়াই চলছে জেলেনস্কি ও পুতিন বাহিনীর মধ্যে।
এর মধ্যেই ইউক্রেনের জন্য ৪২ কোটি ৫০ লাখ ডলারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র, রকেট ও আর্টিলারি শেল অন্তর্ভুক্ত রয়েছে।
হোয়াইট হাউস জানায়, ইউক্রেনের জরুরি যুদ্ধাস্ত্রের প্রয়োজনীয়তা মেটাতে ৫০টি মিত্র দেশ ও অংশীদারদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। এছাড়া ভবিষ্যতে কিয়েভকে আরও সহায়তার প্রতিশ্রুতি দিয়ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে, জেলেনস্কির বিজয় পরিকল্পনা সম্পর্কে অবগত আছেন বলে জানিয়েছেন ন্যাটো প্রধান মার্ক রুট। ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারলেও, যুদ্ধাবস্থায় সেই সুযোগ নেই বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।