জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরে অন্তত ৩৯ জনকে কামড়ালো পাগলা কুকুর। মঙ্গলবার (8 ডিসেম্বর) উপজেলার চাঁদপুর, কৈয়ারচালা, বিদ্যানন্দ ও কালাদহসহ বিভিন্ন গ্রামে ঘুরে ৩৯ জন মানুষকে কামড়িয়ে আহত করে।এর মধ্যে প্রায় ২৬ জন চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় আব্দুল হালিম জানান, কালাদহ গ্রামের আব্দুল রশীদের তিন বছরের মেয়ে উর্মী বাড়ির উঠানে খেলার সময় কুকুরটি প্রথম কামড় দেয়। শিশুটির মা মেয়েটিকে ছাড়াতে গেলে তাকেও কামড় দেয়। ওইদিন গ্রামের বিল্লাল হোসেন, মীম, মারুফ, দুলালসহ ছয়জনকে কামড়ায় কুকুরটি।
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ জানান, কুকুরের কামড়ে আহত হয়ে ২৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অনেকেই বাইরে থেকে ভ্যাকসিন কিনে দেওয়ার পর আমরা পুশ করেছি। আর অনেককেই ময়মনসিংহ এসকে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতক্ষ্যদর্শী স্থানীয় কয়েকজন বলেন, উপজেলার চাঁদপুর, কৈয়ারচালা, বিদ্যানন্দ ও কালাদহসহ বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে পাগলা কুকুরটি পথচারীদের কামড়ে আহত করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।