Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home একনজরে সাকিবের যত রেকর্ড
খেলাধুলা

একনজরে সাকিবের যত রেকর্ড

Tomal IslamSeptember 26, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ক্রিকেট ইতিহাসের উজ্জ্বল এক চরিত্র হিসেবে কিংবদন্তিদের কাতারে আগেই নিজেকে নিয়ে গেছেন সাকিব আল হাসান। মাঠের পারফরম্যান্স দিয়ে সবাইকে করেছেন মুগ্ধ। ব্যাট-বলের খেলায় নিজের পাশাপাশি বাংলাদেশ নামটাও তার জন্য হয়েছে আলোকোজ্জ্বল। তিনি একের পর এক রেকর্ড গড়ায় অসংখ্যবার উল্টেছে পরিসংখ্যানের পাতা। কখনোই শেষ হওয়ার নয় তার গুণকীর্তন।

ক্যারিয়ারের সাঁঝবেলায় এসে পড়তি ফর্মের জন্য হয়ে পড়েন সমালোচিত। মি. অলরাউন্ডারের অবসরের ঘোষণা আসার পর ক্রিকেট বিশ্ব আবারো তাকে নিয়ে আলোড়িত। টি-২০ বিশ্বকাপেই খেলেছেন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চান শেষ টেস্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আগামী বছর ওয়ানডেতেও পথচলার ইতি টানবেন।

এক নজরে বিশ্বসেরা অলরাউন্ডারের গড়া রেকর্ডের বিবরণ ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য তুলে ধরা হল:

# ইতিহাসের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব তিন ফরম্যাটেই আইসিসি র‍্যাংকিংয়ের এক নম্বর অলরাউন্ডার হিসেবে স্থান পান।

# বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ৭০৮ উইকেটের মালিক।

# একমাত্র অলরাউন্ডার হিসেবে সব ফরম্যাটে ৭,০০০ রান এবং ৩০০ উইকেটের মাইলফলকে পা রাখা ক্রিকেটার।

# চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ (২২৪ রান) জুটির রেকর্ড। একইসঙ্গে ওয়ানডেতে এটি বাংলাদেশের পঞ্চম উইকেটে সর্বাধিক ও যেকোনো উইকেট জুটিতে দ্বিতীয় সর্বাধিক রানের জুটি।

# টেস্টে সবচেয়ে কম ম্যাচ (৫৪) খেলে ৩,০০০ রান এবং ২০০ উইকেট লাভ করা অলরাউন্ডার। পঞ্চম ক্রিকেটার হিসেবে তিনি এ কীর্তি গড়েন।

#টেস্টে দ্রুততম ম্যাচে (১৯৯) ব্যাটিংয়ে ৫,০০০ ও বোলিংয়ে ২৫০ উইকেট পাওয়া ক্রিকেটার। ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে তিনি সাফল্য পান।

# টি-২০ ফরম্যাটে দ্রুততম (২৬০ ম্যাচ) এবং তৃতীয় অলরাউন্ডার হিসেবে ৪,০০০ রান করেন এবং ৩০০ উইকেট পান।

# ইতিহাসের প্রথম ও একমাত্র অলরাউন্ডার হিসেবে টি-২০তে এক হাজার রান পাওয়ার পাশাপাশি ১০০ উইকেট শিকারি বোলার।

# টেস্টে সমচেয়ে কম ম্যাচ (৫৪) খেলে ৩,০০০ রান ও ২০০ উইকেট পাওয়ার মাইলফলকে পা রাখা ক্রিকেটার।

# দ্রুততম সময়ে এবং চতুর্থ অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে (২০২ ম্যাচ) ৬,০০০ রান এবং ২৫০ উইকেটের মালিক হন।

# সবচেয়ে কম ম্যাচ (১৫৬) খেলে ওয়ানডেতে সপ্তম ক্রিকেটার হিসেবে ৪,০০০ রান এবং ২০০ উইকেট লাভ।

# প্রথম স্পিন বোলার এবং সব মিলিয়ে তৃতীয় খেলোয়াড় হিসেবে কোনো একটি ভেন্যুতে শতাধিক ওয়ানডে উইকেট নেন । মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ১১৯।

# সব ধরনের স্বীকৃত টি-২০ ফরম্যাটে কোনো একটি ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট দখল ( মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৭৪ উইকেট)।

# আন্তর্জাতিক টি-২০তে তৃতীয় সর্বাধিক ১৪৯ উইকেটের মালিক সাকিব। বাঁহাতি স্পিনার হিসেবে অবশ্য তিনি সবার উপরে।

#টি-২০ বিশ্বকাপে রেকর্ড ৫০ উইকেট শিকারি বোলার।

# টেস্টে দ্রুততম (৫৯ ম্যাচ) ৪,০০০ রান ও ২০০ উইকেট নেয়ার কীর্তি তার নামের পাশে লেখা।

# প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট নেন। তৃতীয় অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে ৬,০০০ রান এবং ৩০০ উইকেট অর্জন করেন।

# ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে একইসঙ্গে এক হাজারের অধিক রান ও ৪০টির বেশি উইকেট পেয়েছেন।

# ক্রিকেটের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে প্রতিটি ফরম্যাটে কমপক্ষে ৫ বার প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন।

# তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি সব ফরম্যাটে ১৪,০০০ রান এবং ৭০০ উইকেটের কীর্তি গড়েন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
একনজরে খেলাধুলা যত রেকর্ড সাকিবের
Related Posts
শেষ ষোলোতে বার্সেলোনা

কোপা দেল রেতে গুয়াদালাহারাকে হারিয়ে শেষ ষোলোতে বার্সেলোনা

December 17, 2025
বর্ষসেরা উসমান দেম্বেলে

ফিফা দ্য বেস্টে বর্ষসেরা উসমান দেম্বেলে

December 17, 2025
মোস্তাফিজ

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

December 16, 2025
Latest News
শেষ ষোলোতে বার্সেলোনা

কোপা দেল রেতে গুয়াদালাহারাকে হারিয়ে শেষ ষোলোতে বার্সেলোনা

বর্ষসেরা উসমান দেম্বেলে

ফিফা দ্য বেস্টে বর্ষসেরা উসমান দেম্বেলে

মোস্তাফিজ

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

গুজরাটে মেসি

আম্বানির ডাকে গুজরাটে মেসি, ভারত ছাড়বেন কবে

মেসি

দশ হাজার কোটি টাকার বাধা, যে শর্তে ভারতে খেলেননি মেসি

আইপিএল নিলাম

আইপিএল নিলাম: দলগুলোর বাজেট কত, কিনতে পারবে কতজন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

তানজিম সাকিব

আইপিএল মক নিলামে ৭৫ লাখ রুপিতে যে দলে তানজিম সাকিব

পিএসএল

জানা গেল কবে শুরু হবে পিএসএল

রেসলিং - জন সিনা

রেসলিং থেকে বিদায় জানিয়ে দিলেন জন সিনা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.