একলাফে ডলারের দাম আকাশচুম্বী, বাড়বে আমদানি ব্যয়

ডলারের দাম

ডলারের দাম

নিজস্ব প্রতিবেদক : বাজারে চা‌হিদার তুলনায় সরবরাহ কম থাকা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের কারণে ডলারের দাম এক লাফে ৭ টাকা বা‌ড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

দীর্ঘদিন ১১০ টাকায় থাকা ডলারের অফিসিয়াল রেট একদিনে ১১৭ টাকায় উন্নীত করা হয়েছে। এই রেটের সঙ্গে বাড়তি বিনিময় হার সংযুক্ত করে গ্রাহকের কাছে ডলার বিক্রি করবে ব্যাংকগুলো। অর্থাৎ, গ্রাহক পর্যায়ে আরো বাড়ছে ডলারের দাম। এতে দেশের আমদানি ব্যয় বেড়ে যাবে যা মূল্যস্ফীতি উস্কে দিতে পারে।

বুধবার (৮ মে) এ বিষয়ে একটি সার্কুলার জা‌রি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, এখন থেকে ‘ক্রলিং পেগ’ নামে নতুন পদ্ধতিতে ডলার কেনা-বেচা হবে। এ পদ্ধতিতে বুধবার ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।

১৫ আগস্ট কারবালার ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল : প্রধানমন্ত্রী

গত বছরের সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ডলারের দাম ছিল ১১০ টাকা। যা ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত ডলার রেট।