জুমবাংলা ডেস্ক: জন্মের ১৯ মাসের মাথায় পানিতে ডুবে মারা গেছে রাহিম আহমদ ও ফাইজা বেগম নামে দুই যমজ শিশু।
রবিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের জালালপুর শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৯ মাস আগে শেখপাড়া গ্রামের মোস্তাক আহমদের ঘর আলোকিত করে আসে এই যমজ দুই সন্তান। একসঙ্গে এসে আবার একসঙ্গে মারা যাওয়ার ঘটনায় শোকাতুর হয়ে পড়েছেন শিশুদের পরিবার ও আত্মীয় স্বজন।
পুলিশ জানিয়েছে, বাড়ির উঠানে খেলার সময় যমজ দুই বাচ্চা পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায়। চারপাশে খোঁজখবর শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরেই ভেসে ওঠে রাহিম ও ফাইজার মরদেহ।
রবিবার রাতে শিশুদের বাবা মোস্তাক আহমদ অপমৃত্যুর মামলা করেছেন বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছাহাবুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


