বিনোদন ডেস্ক: একসঙ্গে করোনা টিকার প্রথম ডোজ নিলেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। শনিবার কলকাতা পৌরসভায় গিয়ে টিকা নেন এই দুই তারকা। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে বিশেষ কোনও কথা বলেননি তাঁরা। টিকা কেন্দ্রে সোজা ভিতরে গিয়ে টিকার প্রথম ডোজ নেন। পরে পৌরপ্রশাসক ফিরহাদ হাকিমের ঘরেও যান তাঁরা।
নিখিল জৈনের সঙ্গে নুসরাত জাহানের দূরত্ব বাড়ার পর থেকেই যশের সঙ্গে তাঁর নৈকট্যের খবর শোনা যায়। এ নিয়ে প্রকাশ্যে কখনও তেমন কোনও মন্তব্য দুই তারকা করেননি। তবে একাধিক জায়গায় একসঙ্গে দেখা দিয়েছে দু’জনকে। শোনা যায়, নুসরতের ছেলের জন্মের সময় হাসপাতালে ছিলেন যশ। একবারও নুসরতের সঙ্গ ত্যাগ করেননি তিনি। নুসরাতের ছেলেকে কোলে করে হাসপাতাল থেকে বের হন যশ। নিজে গাড়ি চালিয়ে তাঁদের বাড়িতে নিয়ে যান। টলিপাড়ায় জোর গুঞ্জন, নুসরত ও যশ বহু দিন ধরেই একসঙ্গে থাকছেন।
বুধবার বিকেলে এক স্যালোঁর উদ্বোধন করতে গিয়েছিলেন নুসরা। মা হওয়ার পর এই প্রথম কোনও অনুষ্ঠানে যোগ দেন তিনি। তাঁর এই অনুষ্ঠানে হাজির থাকা নিয়ে প্রথম থেকেই উত্তেজনা ছিল। সকলে তাই নুসরাতকে সামনে পেয়েই জিজ্ঞেস করেন, তাঁর সন্তানের পিতৃ পরিচয়। সংবাদমাধ্যমের এই প্রশ্ন একেবারেই এড়িয়ে যাননি অভিনেত্রী-সাংসদ। হেসে বলেন, ‘সন্তানের বাবা সবটা জানেন। একজন মহিলাকে এরকম প্রশ্ন করা মানে তাঁকে অপমান করা!’
এরপরই আবার যশের প্রসঙ্গ উঠলে অভিনেত্রী-সাংসদ বলেন, ‘যশকে সঙ্গে নিয়ে অভিভাবকত্ব দারুণ কাটছে। মাতৃত্ব উপভোগ করছি। বাবা যখন চাইবে, তখনই সবার সামনে আনা হবে সন্তানকে।’
২৬ আগস্ট কলকাতার বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দেন নুসরত। সম্ভবত এতদিন অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তিনি টিকা নিতে পারেননি। শনিবার তা নিয়ে নিলেন। তাও আবার যশের সঙ্গে।-সংবাদ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।