একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে দিল্লি, এবারও নেই মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: রাজস্থান রয়্যালসের বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন এনেছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু তাদের মধ্যে নেই মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচের দিনই তাদের ক্যাম্পে যোগ দিলেও বেঞ্চ গরম করতে হচ্ছে বাংলাদেশের বাঁহাতি পেসারকে।

দিল্লি যেদিন আইপিএলে প্রথম ম্যাচ খেলে, সেদিন মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দেন। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে তাকে বেঞ্চে বসিয়ে রেখেছিল দল। তিন দিন পর আবার মাঠে নেমেছিল দিল্লি, গুজরাট টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দুটি পরিবর্তন হলেও ছিলেন না কাটার মাস্টার।

ছবি: দিল্লি ক্যাপিটালস

শনিবার গুয়াহাটিতে রাজস্থানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে নেয় দিল্লি। মিচেল মার্শ, সরফরাজ খান ও আমান খানকে বাদ দিয়ে একাদশে তারা নেয় মানিষ পান্ডে, ললিত যাদব ও রভম্যান পাওয়েলকে।

লখনউ সুপার জায়ান্টসের কাছে ৫০ রানে হেরে শুরু করে দিল্লি। দ্বিতীয় ম্যাচও তারা হেরে যায় গুজরাটের কাছে। এবার কি পাবে তারা জয়ের দেখা?

ফ্রান্স-ব্রাজিলকে টপকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা